Lionel Messi Update: বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ, কোন ক্লাবে দেখা যাবে মেসিকে?
বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ছিল ৩০ জুন পর্যন্ত। বিশ্ব ফুটবলের দলবদলের ভাষায় মেসি তাই এখন ‘ফ্রি এজেন্ট’। চাইলে তিনি এখন বিশ্বের যে কোনও ক্লাবে সই করতে পারেন।
বার্সেলোনা: স্পেনের প্রথম সারির ক্লাব বার্সেলোনায় কি লিওনেল মেসির যুগ শেষ হল?
এই প্রশ্নে ফুটবল বিশ্ব তোলপাড়। কারণ, লিওনেল মেসির সঙ্গে চুক্তি শেষ হয়েছে বার্সেলোনার। মেসির পেশাদার কেরিয়ারে এই প্রথম তিনি ফ্রি এজেন্ট হলেন। এর ফলে যে কোনও ক্লাবে খেলতে পারবেন আর্জেন্তিনার মহাতারকা ফুটবলার। তিনি এখন মুক্ত।
বার্সেলোনা এখনও মেসিকে সই করানোর ব্যাপারে আশাবাদী। নতুন করে চুক্তি করালেই তারা মেসিকে ক্লাবে রাখতে পারবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, বার্সেলোনায় মেসি যুগের অবসান হতে চলেছে।
মেসি কি বার্সেলোনাতেই সই করবেন, নাকি অন্য ক্লাবে দেখা যাবে আর্জেন্তিনার অধিনায়ককে। কী হতে চলেছে তাঁর ভবিষ্যৎ? বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা যদিও মেসির অন্য ক্লাবে যোগদানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন। তাঁর দাবি, বার্সেলোনাতেই নতুন চুক্তিতে সই করবেন মেসি। তিনি জানিয়েছেন, আর্থিক নিয়মনীতির কারণেই মেসিকে সই করাতে কিছুটা দেরি হচ্ছে। মেসির সঙ্গে তাঁরা এমন চুক্তি করতে চান বলে জানিয়েছেন, যাতে ক্লাব ও ফুটবলার, দুইয়েরই স্বার্থ সুরক্ষিত হয়।
আশা করা হচ্ছে, মেসি বার্সেলোনার হয়েই ভবিষ্যতে ক্লাব ফুটবল খেলবেন। ৩৪ বছর বয়সি এই ফুটবলার আপাতত কোপা আমেরিকা টুর্নামেন্টে আর্জেন্তিনা দলের হয়ে খেলছেন। শোনা যাচ্ছে, বার্সেলোনার সঙ্গে আরও দু'বছরের চুক্তি হতে পারে লিওনেল মেসির। এই চুক্তি বৃদ্ধির ব্যাপারে ক্লাবের সঙ্গে তাঁর কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে বলেও খবর।
এর আগে ২০১৯-২০ মরসুমে মেসির ক্লাব ছাড়ার একটা গুঞ্জন উঠলেও, শেষ পর্যন্ত তা রটনা বলে উড়িয়ে দেওয়া হয়েছিল। মেসি থেকে গিয়েছিলেন বার্সাতেই। পাশাপাশি তিনি নিজের মুখে স্বীকার করেছিলেন, মরসুম শেষ হওয়ার পরেই তিনি ক্লাব ছাড়ার ব্যাপারে ভাবনাচিন্তা করবেন।
বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ছিল ৩০ জুন পর্যন্ত। এরপর মেসিকে রাখতে গেলে ৩০ জুনের মধ্যে তাঁকে সই করাতে হত। কিন্তু বার্সেলোনা তা করতে পারেনি। বিশ্ব ফুটবলের দলবদলের ভাষায় মেসি তাই এখন ‘ফ্রি এজেন্ট’। চাইলে তিনি এখন বিশ্বের যে কোনও ক্লাবে সই করতে পারেন।