Lionel Messi: অলিম্পিক্সে খেলবেন মেসি? জল্পনা উস্কে দিলেন আর্জেন্তিনার কোচ
Messi To Play Paris Olympics: জল্পনা উস্কে দিলেন হাভিয়ার মাসচেরানো। আর্জেন্তিনার অনূর্ধ্ব ২৩ দলের কোচ। যিনি এক সময় মেসির সঙ্গে জাতীয় দলে খেলেছেন।
![Lionel Messi: অলিম্পিক্সে খেলবেন মেসি? জল্পনা উস্কে দিলেন আর্জেন্তিনার কোচ Lionel Messi has invitation to represent Argentina in Paris Olympics says U23 coach Javier Mascherano Lionel Messi: অলিম্পিক্সে খেলবেন মেসি? জল্পনা উস্কে দিলেন আর্জেন্তিনার কোচ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/13/affaaa62e1b1e640dc01c2a870512440170782295897250_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বুয়েনস আইরেস: একটা সময় জাতীয় দলের জার্সিতে তাঁর সেরা সাফল্য মনে করা হতো অলিম্পিক্সে সোনা জয়কে। পরে অবশ্য কোপা আমেরিকা ও বিশ্বকাপ জেতেন লিওনেল মেসি (Lionel Messi)। তাও অধিনায়ক হিসাবে। কিংবদন্তির কেরিয়ার যেন পূর্ণতা পায়।
তবে চলতি বছরে প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) কি ফের একবার দেখা যাবে মেসিকে? ফের দেশের জার্সিতে অলিম্পিক্স পদক জয়ের অভিযানে নামবেন মেসি?
জল্পনা উস্কে দিলেন হাভিয়ার মাসচেরানো। আর্জেন্তিনার অনূর্ধ্ব ২৩ দলের কোচ। যিনি এক সময় মেসির সঙ্গে জাতীয় দলে খেলেছেন। ২০১৪ সালে অল্পের জন্য মেসির সঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি। ফাইনালে জার্মানির কাছে হেরে গিয়েছিল আর্জেন্তিনা।
ব্রাজিলকে হারিয়ে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছে আর্জেন্তিনা ফুটবল দল। তারপরই মেসির অলিম্পিক্সে খেলা নিয়ে জল্পনা শুরু হয়। কিন্তু অলিম্পিক্সে তো খেলে অনূর্ধ্ব ২৩ দল। মেসি খেলবেন কীভাবে? নিয়ম বলছে, অলিম্পিক্সে অনূর্ধ্ব ২৩ দল খেললেও, সিনিয়র দলের তিনজন ফুটবলারকে খেলানো যাবে। সেই নিয়মেই মেসির খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আপাতত ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকার খেলছেন মেসি। তার মাঝেই মাসচেরানো জানিয়েছেন, ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে মেসিকে খেলার আমন্ত্রণ জানানো হয়েছে। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে দেশের হয়ে সোনা জিতেছিলেন মেসি। ফের অলিম্পিক্স পোডিয়ামে দাঁড়ানোর সুযোগ রয়েছে তাঁর।
এমনকী, অ্যাঙ্খেল দি মারিয়ার অলিম্পিক্সে খেলার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন মাসচেরানো। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ৩৬ বছরের মেসি বা ৩৫ বছরের দি মারিয়া কি প্যারিসে খেলতে পারেন? মাসচেরানো বলেছেন, 'অ্যাঙ্খেল ও লিও, দুজনের সঙ্গেই আমার কী সম্পর্ক আপনারা জানেন। আমরা ভীষণ ভাল বন্ধু। আমাদের বন্ধুত্ব দেখার মতো।'
সোমবারই ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে অলিম্পিক্সের মূল পর্বে জায়গা করে নেয় আর্জেন্তিনা। সেলেসাওদের বিপক্ষে এই জয়ে জুনিয়রদের অভিনন্দনবার্তাও পাঠান মেসি। ব্রাজিলের বিপক্ষে জয় পাওয়ার পর মেসি তাঁর নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন। সেখানে তিনি লেখেন ‘ভামোস’। মেসির এই পোস্ট দেখে মনে করা হচ্ছে, তিনি অলিম্পিক্সে খেলতে পারেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)