Lionel Messi: 'হর হর মহাদেব' মন্ত্র পাঠ, গলায় রুদ্রাক্ষ পরে শিবলিঙ্গে দুধ অর্পণ মেসির! ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে মেসিকে 'হর হর মহাদেব' ধ্বনি দিয়ে প্রার্থনা করতে দেখা যায়।

ভারত সফর সেরে ফিরে গেছেন লিওনেল মেসি। এবারের সফরে কলকাতা, মুম্বই, দিল্লিতে ঘুরেছেন তিনি। তবে তাঁর সফরে সবথেকে বড় চমক হয়ে রইল জামনগরের 'বনতারা' ভ্রমণ। লিওনেল মেসি 'বনতারা' ভ্রমণ শুরু করেন পুজো-পাঠ দিয়ে।
'G.O.A.T Tour of India 2025'-এর অংশ হিসেবে ভারতে আসা বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার ফুটবলার হিন্দু রীতিনীতিতে অংশ নেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে মেসিকে 'হর হর মহাদেব' ধ্বনি দিয়ে প্রার্থনা করতে দেখা যায়। ইন্টার মিয়ামি তারকা লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলও উপস্থিত ছিলেন সেখানে।
ভিডিওটি দেখুন-
#WATCH | Global football icon Lionel Messi had a guided tour of Vantara’s expansive conservation ecosystem, home to rescued big cats, elephants, herbivores, reptiles and fostered young animals from across the globe. pic.twitter.com/i3Y8j0ZxeX
— ANI (@ANI) December 17, 2025
মেসিকে পুরো 'বনতারা' ঘুরিয়ে দেখান অনন্ত অম্বানি। জঙ্গলের রাজার সঙ্গে ছবিও তোলেন ফুটবলের রাজপুত্র।
এদিকে, নিজের সোশাল মিডিয়ায় ১ মিনিটের ভিডিও আপলোড করলেন মেসি। কিন্তু সেখানে যুবভারতীর কোনও ছবি থাকল না! রইল শুধু লেকটাউনে তাঁর মূর্তি উন্মোচনের ৩ সেকেন্ডের ছবি। বাকি ৫৭ সেকেন্ড ধরে হায়দরাবাদ, মুম্বই এবং দিল্লির ছবি। এর জেরে আরও একবার কলকাতার মুখ পুড়ল বলেই মনে করছেন অনেকে।
লিওনেল মেসির সফরে নজিরবিহীন বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে যুবভারতী ক্রীড়াঙ্গন। ভারতীয় ফুটবলের মক্কা বলে পরিচিত কলকাতার ভাগ্য়ে জুটেছে লজ্জা। আর এবার স্বয়ং লিওনেল মেসির পোস্ট করা ভিডিও-তেও জায়গা পেল না যুবভারতী ক্রীড়াঙ্গন।ভারত সফর থেকে ফিরে, এক মিনিটের এই ধন্যবাদ জ্ঞাপনের ভিডিও পোস্ট করেছেন মেসি। ১ মিনিটের ভিডিও-তে কলকাতার অংশ বলতে শুধুই লেকটাউনে শুধুই তাঁর মূর্তি উন্মোচনের ছবি। তাও ৩ সেকেন্ড। এছাড়া গোটা ভিডিও জুড়ে শুধুই হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিতে কাটানো বিভিন্ন মুহূর্ত।
কোনও রাজনীতিবিদের সঙ্গে ছবি নিজের ভিডিওতে রাখেননি মেসি। এক মিনিটের এই ভিডিও পোস্ট করে মেসি লিখেছেন, নমস্তে ভারত। দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কলকাতার সফর অভাবনীয় ছিল। উষ্ণ অভ্যর্থনা, দারুণ আতিথেয়তা এবং আমার গোটা সফর জুড়ে এত ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আশা করি, ভারতে ফুটবলের উজ্জ্বল ভবিষ্যত রয়েছে।






















