Messi New Contract: আরও পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় থেকে যাচ্ছেন লিওনেল মেসি
বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল যে মেসির সঙ্গে বার্সার সম্পর্ক ছিন্ন হতে চলেছে। কিন্তু এবার সেই জল্পনায় জল ঢেলে দিলেন স্বয়ং মেসি। বার্সেলোনার সঙ্গে আরও ৫ বছরের চুক্তি করেছেন মেসি।
বার্সেলোনা: বার্সোলোনাতেই থাকছেন লিওনেল মেসি। স্প্যানিশ মিডিয়ার রিপোর্টে এমনই জানানো হয়েছে। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল যে মেসির সঙ্গে বার্সার সম্পর্ক ছিন্ন হতে চলেছে। কিন্তু এবার সেই জল্পনায় জল ঢেলে দিলেন স্বয়ং মেসি। বার্সেলোনার সঙ্গে আরও ৫ বছরের চুক্তি করতে চলেছেন মেসি। গত ৩০ জুনই বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল মেসির। এর আগে ২০১৯- ২০২০ সালে মরসুমে মেসির বার্সা ছাড়ার একটা জল্পনা তৈরি হলেও তা গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত।
২০০৪ সাল বার্সেলোনায় যোগ দিয়েছিলেন মেসি। প্রথমে যুব দলে ও পরে সিনিয়র দলে খেলা শুরু করেন আর্জেন্তাইন সুপারস্টার। কিছুদিন আগেই দেশের জার্সিতে কোপা আমেরিকা জিতেছিলেন লিওনেল মেসি। এরপরই বার্সা সমর্থকদের জন্য খুশির খবর। এখনও পর্যন্ত সরকারিভাবে কিছুই জানানো হয়নি বার্সেলোনার পক্ষ থেকে। তবে এক-দুদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হতে পারে। আর্থিক নীতির জন্যই চুক্তিতে দেরি হচ্ছে বলে জানা গিয়েছে।
এর আগে বেতন সংক্রান্ত ইস্যুতে ক্লাবের সঙ্গে দূরত্ব বাড়ছিল মেসির। কিন্তু স্প্যানিশ মিডিয়ায় যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, তাতে জানা যাচ্ছে যে নিজের বেতনের ৫০ শতাংশ কমাতে রাজি হয়েছেন আর্জেন্তাইন সুপারস্টার।
জোয়ান লাপোর্তো বর্তমান বার্সা সভাপতি। তাঁর সঙ্গে মেসির সম্পর্ক বরাবরই ভাল। তাই বার্সা ছেড়ে যাতে না চলে যান মেসি, তার চেষ্টাই করা হচ্ছিল। লাপোর্তো নিজেও মেসির চুক্তির নবীকরণের জন্য ইচ্ছুক ছিলেন। সেই মতোই ক্লাবের সঙ্গে কথাও বলেছিলেন তিনি।
আপাতত কোপা জয়ের পর আর্জেন্তিনায় নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। কোপা ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নীল সাদা ব্রিগেড। এই প্রথমবার দেশের জার্সিতে কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন মেসি। নতুন চুক্তিতে মেসির সঙ্গে পাঁচ বছরের চুক্তি হলে এমনটা বলাই যায় যে কাতালানদের হয়ে খেলেই ফুটবলকে অবসর জানাবেন লিও।