Lionel Messi: স্বপ্নপূরণের স্বস্তি, বিশ্বকাপ ট্রফি নিয়েই ঘুমোলেন মেসি!
Argentina Football Team: দেশে একেবারে রাজকীয় অভ্য়র্থনা বরণ করে নেওয়া হল বিশ্বজয়ী আর্জেন্তিনা দলকে। রাজধানীর বিখ্যাত ওবেলিক্স মনুমেন্টের নিচে সংবর্ধিত করা হল মেসিদের।
বুয়েনস আয়রস: গত রবিবারই এক মায়াবী রাতে লুসেইল স্টেডিয়ামে অবশেষে লিওনেল মেসির (Lionel Messi) স্বপ্নপূরণ হয়েছে। ফ্রান্সকে পেনাল্টিতে হারিয়ে তৃতীয়বারের জন্য বিশ্বজয়ী হয়েছে আর্জেন্তিনা দল (Argentina Football Team)। সেই বিশ্বজয়ের ঘোরে আর্জেন্তাইন সমর্থক থেকে লিওনেল মেসি নিজেও। বিশ্বকাপ ট্রফিকে হাতছাড়াই করছেন না আর্জেন্তাইন অধিনায়ক।
বিশ্বকাপ নিয়েই ঘুম
সদ্যই বিশ্বকাপের পর এক দীর্ঘ সফর শেষে আর্জেন্তিনায় পৌঁছছে লা আলবিসেলেস্তে। অবশেষে স্বপ্নপূরণ হওয়ায় নিশ্চয়ই স্বস্তির ঘুম দিয়েছেন মেসি। তবে ঘুমের মধ্যেও বিশ্বকাপ ট্রফিটা হাতছাড়া করতে একেবারেই রাজি নন 'এলএম১০'। সদ্যই সোশ্যাল মিডিয়ায় মেসি বিশ্বকাপের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে বিছানায় মেসির পাশেই রয়েছে বিশ্বকাপ। ট্রফিটিকে একেবারে আগলে রেখেছেন মেসি। তিনি ছবির ক্যাপশনে সকলকে কেবল সুুপ্রভাত জানান। মেসির পোস্ট করা সেই ছবি হু হু করে ভাইরাল হয়েছে। পোস্ট করার এক ঘন্টা পার হওয়ার আগেই ইনস্টাগ্রামে সেই ছবিতে ইতিমধ্যেই ১০ মিলিয়নের অধিক লাইক পড়ে গিয়েছে, ফেসবুকে লাইকের সংখ্যা তিন মিলিয়নের অধিক।
View this post on Instagram
দেশে প্রত্যাবর্তন
দেশে ফিরলেন বিশ্বজয়ীরা। একেবারে রাজকীয় অভ্য়র্থনা বরণ করে নেওয়া হল তাঁদের। আর্জেন্তিনাকে (Argentina) ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন করে বুয়েনস আয়ার্সে ফিরল নীল-সাদা শিবিরে। বুয়েনস আয়ার্সের একটি উঁচু বিল্ডিং জুড়ে লিওনেল মেসির বিশালাকার ছবি ফুটে উঠেছে। তারই নীচে জড়ো হয়েছিলেন ১০ লক্ষের বেশি মানুষ। নায়কদের জন্য বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিল হুডখোলা বাস। ট্রফি হাতে তাতে চেপেই শহর প্রদক্ষিণ করেন মেসিরা। বুয়েনস আয়ার্সের রাজপথে তখন ভিড়ে ভিড়াকার। ফুটবলাররা মোবাইলে বন্দি রাখলেন মুহূর্তগুলি। অনুরাগীরাও নায়কদের মুঠোবন্দি করে।
রাজধানীর বিখ্যাত ওবেলিক্স মনুমেন্টের নিচে সংবর্ধিত করা হয়েছে মেসিদের। আর্জেন্তিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্ডেজ মঙ্গলবার জাতীয় ছুটি ঘোষণা করেছেন। এদিন দেশের সব স্কুল-কলেজ-অফিস ছুটি থাকবে। ওবেলিক্স মনুমেন্টের নিচে সংবর্ধনার পর আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে মেসিদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর্জেন্তিনা দলের সদস্যদের পরিবার আগেই দেশে পৌঁছে গিয়েছে।