Lionel Messi: দেশের জার্সিতে এখনই অবসর নয়, জানিয়ে দিলেন মেসি
Qatar World Cup: যখন মনে হচ্ছিল মেসি বিশ্বকাপ হাতে তুলতে চলেছেন ঠিক তখন ৯০ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরান কিলিয়ান এমবাপে। ম্যাচ ২-২ শেষ হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টিতে।
দোহা: বিশ্বকাপ (Qatar World Cup 2022) জিতেছেন। স্বপ্নপূরণ করেছেন। তবে কি এখানেই শেষ? আর্জেন্তিনা ও মেসি (Argentina Football Team) সমর্থকদের জন্য খুশির খবর। না, এখনও জাতীয় দলের জার্সিতে বিদায় জানাচ্ছেন না লিওনেল মেসি (Lionel Messi)। অন্তত আরও কয়েকটি ম্যাচ খেলতে চান দেশের জার্সিতে, এমনই চান ফুটবলের যুবরাজ।
গতকাল খেতাব জয়ের পর মেসি বলেন, ''নিঃসন্দেহে আমি এটাই চেয়েছিলাম যে বিশ্বকাপ জিতে শেষ করতে। এর থেকে বেশি আর কিই বা পেতে পারি আমি। আমি ফুটবল খুব ভালবাসি। কী করতে পারি আর। দেশের জার্সিতে খেলাটা সবসময় উপভোগ করি। এই দলটার সঙ্গে থাকা সবসময় উপভোগ করি। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরও কয়েকটি ম্যাচ খেলতে চাই।''
আর্জেন্তিনার কোচ স্কালোনি বলেন, ''পরবর্তী বিশ্বকাপের জন্য আর্জেন্তিনা স্কোয়াডে মেসি থাকবেন, যদি ওঁ খেলতে চায়। ওঁর মত প্লেয়ারের কোচ হওয়াটাও ভাগ্যের ব্যাপার।''
৩৬ বছর পর বিশ্বজয় আর্জেন্তিনার
একপেশে প্রথমার্ধে লিওনেল মেসি ও অ্যাঙ্খেল দি মারিয়া আর্জেন্তিনাকে ২-০ গোলে এগিয়ে দিয়েছিল। ফ্রান্স গোলের তেকাঠির মধ্যে একটি শট পর্যন্ত রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধেও খেলাটা অনেকটা একইভাবে এগোচ্ছিল। তবে ঠিক যখন মনে হচ্ছিল মেসি বিশ্বকাপ হাতে তুলতে চলেছেন ঠিক তখন ৯০ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরান কিলিয়ান এমবাপে। ম্যাচ ২-২ শেষ হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টিতে।
অতিরিক্ত সময়ে ১০৯ মিনিটে লিওনেল মেসি ফের একবার গোল করে আর্জেন্তিনাকে গোল করে ম্যাচে এগিয়ে দেন মেসি। তবে ১১৮ মিনিটে এমবাপে ফের গোল করে ম্যাচে সমতা ফেরান এমবাপে। জিওফ হার্স্টের পর মাত্র দ্বিতীয় ফুটবলার হিসাবে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপে। তবে শেষমেশ পেনাল্টিতে ৪-২ ব্যবধানে জেতে আর্জেন্তিনা। ফের একবার পেনাল্টি শ্যুট আউটে নায়কোচিত পারফর্ম করেন আর্জেন্তিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। অরিলিয়ঁ চাউমেনি ও কিংগসলে কোমানের পেনাল্টি বাঁচান মার্তিনেজ।
অতিরিক্ত সময়ে ১০৯ মিনিটে লিওনেল মেসি ফের একবার গোল করে আর্জেন্তিনাকে গোল করে ম্যাচে এগিয়ে দেন মেসি। তবে ১১৮ মিনিটে এমবাপে ফের গোল করে ম্যাচে সমতা ফেরান এমবাপে। জিওফ হার্স্টের পর মাত্র দ্বিতীয় ফুটবলার হিসাবে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপে। তবে শেষমেশ পেনাল্টিতে ৪-২ ব্যবধানে জেতে আর্জেন্তিনা। ফের একবার পেনাল্টি শ্যুট আউটে নায়কোচিত পারফর্ম করেন আর্জেন্তিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। অরিলিয়ঁ চাউমেনি ও কিংগসলে কোমানের পেনাল্টি বাঁচান মার্তিনেজ।