Lionel Messi: ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মেসিকে দেখতে জনজোয়ার মায়ামিতে, পেলেন পয়া ১০ নম্বর জার্সি
Inter Miami: ইন্টার মায়ামির মালিক জর্জ মাস বললেন, 'আজকের এই বৃষ্টি পবিত্র। এই ঘটনা এই দেশের ফুটবলকে বদলে দেবে।'
মায়ামি: কানায় কানায় উপচে পড়ছে গ্যালারি। ২০ হাজার আসন সংখ্যার একটিও ফাঁকা নেই। আর নায়কেরই কি না প্রবেশ পিছিয়ে গেল!
রবিবার সন্ধ্যায় মায়ামিতে শুরু হয়েছিল তুমুল ঝড়বৃষ্টি। মায়ামির ডিআরভি পিএনকে স্টেডিয়ামের জনতা অপেক্ষা করছিলেন তাঁকে এক ঝলক দেখার জন্য। বৃষ্টিও তাঁদের টলাতে পারেনি। নির্ধারিত সময়ের প্রায় ২ ঘণ্টা পার। আচমকা নিভে এল মাঠের আলো। আর সব আলো গিয়ে পড়ল তাঁর ওপর।
লিওনেল মেসি (Lionel Messi)। ইন্টার মায়ামির (Inter Miami) জার্সিতে যাঁর আত্মপ্রকাশ হল। গ্যালারি থেকে তাঁর নামে উঠল জয়োধ্বনি।
ইন্টার মায়ামিতেও ১০ নম্বর জার্সি পরেই খেলবেন মেসি। ইন্টার মায়ামির মালিক বলছেন, 'আমেরিকার নতুন দশ নম্বর ফুটবলার মেসিই।' যাঁর ফ্রি কিক দেখার জন্য হা পিত্যেশ করে বসে থাকত গোটা বিশ্ব, যাঁর বিখ্যাত শট নিয়ে 'বেন্ড ইট লাইক বেকহ্যাম' সিনেমা তৈরি হয়ে গিয়েছিল, সেই ডেভিড বেকহ্যামও উচ্ছ্বসিত। বললেন, 'এটা স্বপপ্ন সফল হওয়ার মুহূর্ত।' যোগ করলেন, 'লিও, আমরা গর্বিত যে তুমি কেরিয়ারের পরের অধ্যায়ের জন্য আমাদের ক্লাবকে বেছে নিয়েছো। আমাদের পরিবারে স্বাগত লিও।'
ইন্টার মায়ামির মালিক জর্জ মাস বললেন, 'আজকের এই বৃষ্টি পবিত্র। এই ঘটনা এই দেশের ফুটবলকে বদলে দেবে।'
আবেগতাড়িত মেসি বলেন, 'এই ভালবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ। মায়ামিতে আসতে পেরে খুব ভাল লাগছে। আমি প্র্যাক্টিসে নেমে পড়তে চাই। প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। ঠিক যেরকম আমার গোটা কেরিয়ারে চেয়ে এসেছি। জিততে চাই। ক্লাবের হয়ে সাফল্য চাই।'
Nuestro 1️⃣0️⃣ en casa pic.twitter.com/wMLCFfp85I
— Inter Miami CF (@InterMiamiCF) July 17, 2023
মেজর লিগ সকারে সব দলের নীচে থাকা ইন্টার মায়ামির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি হয়েছে মেসির।
ইন্টার মায়ামির কোচিংয়েক দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রাক্তন বার্সেলোনা কোচ জেরার্দো (তাতা) মার্তিনোর (Gerardo Martino) হাতে। নতুন ক্লাবের দায়িত্ব হাতে নিয়ে উচ্ছ্বসিত তাতা বলেছেন, 'ইন্টার মায়ামির মতো বড় একটা ক্লাবে যোগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত। একত্রিতভাবে আমরা দারুণ কিছু করতে পারি বলে আমার বিশ্বাস। ওই অঞ্চলের বাকিদের চ্যালেঞ্জ জানানোর জন্য ক্লাবের যথেষ্ট ভাল পরিকাঠামো রয়েছে। আমি বিশ্বাস করি সকলের দায়বদ্ধতা এবং কঠোর পরিশ্রমের দ্বারা আমরা সাফল্য পাবই।' তবে এখনও সব কাগজ হাতে না পাওয়ায় তাতা সরকারিভাবে দায়িত্ব নিতে পারেননি। তাই অস্টিনের বিরুদ্ধে ইন্টার মায়ামির ম্যাচ স্ট্যান্ডে বসেই দেখতে হবে তাঁকে।
আরও পড়ুন: টানা ব্যর্থতার জের, আরসিবির দায়িত্ব থেকে ছাঁটাই বাঙ্গার-হেসন, বিরাটদের দায়িত্বে এবার কারা ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন