ধোনিকে নিয়ে মন্তব্য করার আগে নিজেদের কেরিয়ার দেখুন, সমালোচকদের কটাক্ষ শাস্ত্রীর
কলকাতা: চারদিক থেকে ধেয়ে আসা প্রবল সমালোচনার মধ্যেই মহেন্দ্র সিংহ ধোনির পাশে দাঁড়ালেন রবি শাস্ত্রী। মাহির সমালোচকদের একহাত নিয়ে তিনি জানান, যাঁরা দুবারের বিশ্বকাপজয়ী অধিনায়ককে নিয়ে কথা বলছেন, তাঁদের উচিত আগে নিজেদের কেরিয়ার দিকে তাকানো।
সম্প্রতি, ধোনির টি-২০ ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন ভিভিএস লক্ষ্মণ ও অজিত আগরকরের মতো প্রাক্তন ক্রিকেটাররা। দেশের ক্রিকেটমহলে এই নিয়ে তুমুল ঝড় উঠেছে। এই প্রেক্ষিতে টিম ইন্ডিয়ার হেড কোচ বলেন, ধোনিকে নিয়ে মন্তব্য করার আগে লোকের উচিত নিজেদের ক্রিকেট কেরিয়ারের দিকে তাকানো।
শাস্ত্রীর দাবি, এখনও প্রাক্তন অধিনায়কের মধ্যে প্রচুর ক্রিকেট বাকি রয়েছে। আর এখন দলের উচিত ওর মতো একজন লেজেন্ডকে সমর্থন করা। শাস্ত্রী জানান, ধোনির ক্ষুরধার মস্তিষ্কের এখনও কোনও বিকল্প নেই। তিনি বলেন, মাঠে ধোনির চেয়ে ভাল এখনও কেউ নেই। তা সে উইকেটরক্ষকের ভূমিকা হোক বা ব্যাটিং। এছাড়া, ওর দুর্দান্ত মস্তিষ্ক ও মাঠে ক্ষিপ্রতা—সবদিক দিয়ে ধোনি সেরা।