![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IPL 2023: ঘরের মাঠে আজ চেন্নাইয়ের মুখোমুখি লখনউ, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?
IPL 2023, LSG vs CSK: কে এল রাহুলের চোট আগের ম্যাচে চিন্তায় ফেলে দিয়েছিল লখনউকে। তাঁর বদলে আজ হয়ত ক্রুণাল পাণ্ড্য দলকে নেতৃত্ব দেবেন।
![IPL 2023: ঘরের মাঠে আজ চেন্নাইয়ের মুখোমুখি লখনউ, কখন, কোথায় দেখবেন ম্য়াচ? LSG vs CSK IPL 2023 Live Streaming: Where and When to Watch Lucknow vs Chennai match IPL 2023: ঘরের মাঠে আজ চেন্নাইয়ের মুখোমুখি লখনউ, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/03/8623353e9274f0c7420baa6966a9e6501683082561896206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লখনউ: আরসিবির বিরুদ্ধে ম্যাচে অল্প রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেও হারতে হয়েছিল। কিন্তু তা ছাপিয়ে বিরাট-গম্ভীর বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছিল। সেই বিতর্কের রেষ কাটতে না কাটতেই আজ আরও একবার আইপিএলে নামতে চলেছে লখনউ সুপারজায়ান্টস। উল্টোদিকে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। কে এল রাহুলের চোট আগের ম্যাচে চিন্তায় ফেলে দিয়েছিল লখনউকে। তাঁর বদলে আজ হয়ত ক্রুণাল পাণ্ড্য দলকে নেতৃত্ব দেবেন। আরসিবি ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল রাহুলকে। এরপর ওপেনে ব্য়াট করতেও নামতে পারেননি তিনি। পরে যদিও একদম শেষ উইকেটে চোট নিয়েই নেমেছিলেন। দলকে জেতাতে ব্যর্থ হয়েছিলেন অবশ্য রাহুল।
আজকের ম্যাচ
আজ ৩ মে, বুধবার লখনউ সুপারজায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস একে অপরের মুখোমুখি হবে
কোথায় খেলা
আজকের খেলাটি হবে লখনউয়ের একানা স্পোর্টস সিটিতে
কখন শুরু ম্যাচ
এই ম্যাচটি শুরু হবে বিকেল ৩.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ বিকেল ৩টায় টস হবে।
কোথায় দেখবেন?
স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএল।
অনলাইনে কোথায় দেখা যাবে?
অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে লখনউ বনাম চেন্নাই এই ম্যাচটি।
লখনউ যেমন তাদের শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে হেরে গিয়েছিল। তেমনই চেন্নাই সুপার কিংসও তাঁদের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে গিয়েছিল। কে এল রাহুলের দল ৯ ম্যাচ খেলে ৫টি জিতে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ জিতলেও রান রেটে একটু পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে ধোনি বাহিনী।
এই ম্যাচে নামার আগে মহেন্দ্র সিংহ ধোনির চিন্তার কারণ হতে পারে বোলিং অ্যাটাক। অভিজ্ঞতা কম থাকায় ডেথ ওভার বোলিংয়ে সমস্যা হচ্ছে। এই ডিপার্টমেন্ট নিয়ে ভাবতে হবে এমএসডিকে। এদিকে চেন্নাইয়ের তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড তাঁর ১০০ তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামতে চলেছেন। এদিকে লখনউ সুপারজায়ান্টস দলের তারকা পেসার মার্ক উড আগামী ২ ম্যাচে খেলবেন দলের হয়ে। চেন্নাইয়ের জার্সিতে আইপিএলে খেলেছেন আগে। এবার সিএসকের বিরুদ্ধে নামবেন তিনি।
এর আগে লখনউ চেন্নাই আইপিএলে ২টো ম্যাচ খেলেছে একে অপরের বিরুদ্ধে। দু দলই একটি করে ম্যাচ জিতেছে। আজকের ম্যাচ যে জিতবে সেই দলই এগিয়ে যাবে।
আরও পড়ুন: পাহাড় থেকে বরফ তুলে নিয়ে ইনস্ট্যান্ট আইসক্রিম, রেসিপি দেখলেই চমকে যাবেন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)