LSG vs PBKS, IPL 2023 Live: ব্যর্থ যুদ্ধবীর-বিষ্ণোইয়ের লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে ২ উইকেটে জয়ী পাঞ্জাব কিংস
IPL 2023, Match 21, LSG vs PBKS: লখনউ সুপার জায়ান্টসকে ২ উইকেটে হারিয়ে দিল পাঞ্জাব কিংস।
LIVE
Background
লখনউ: আজ আইপিএলে (IPL 2023) লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের (Punjab Kings)। লখনউ আপাতত তিন ম্যাচ জিতে লিগ তালিকায় দুই নম্বরে রয়েছে। নিজেদের শেষ ম্যাচে রুদ্ধশ্বাস ভঙ্গিমায় শেষ বলে আরসিবির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল লখনউ। এই ম্যাচে পাঞ্জাবকে হারালেই নির্ধারিতভাবে নবাবদের শহরের দল লিগ তালিকায় এক নম্বরে পৌঁছে যাবে। অপরদিকে, পাঞ্জাব গত ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে চরম হতাশাজনক পারফর্ম করেছিল। সেই হারের হতাশা দূর করে শিখর ধবনার কি পারবেন জয়ের সরণীতে ফিরতে? না লখনউই নাগাড়ে তিন ম্যাচ জিতে লিগ শীর্ষে পৌঁছবে? সেটাই দেখার বিষয়।
পিচ রিপোর্ট
লখনউয়ে প্রথম ম্যাচের পিচের চরিত্র এবং দ্বিতীয় ম্যাচের পিচের চরিত্র সম্পূর্ণ ভিন্ন ছিল। গত ম্যাচে সানরাইজার্স মন্থর, শুষ্ক পিচে আট উইকেটের বিনিময়ে ১২১ রানের বেশি তুলতে পারেনি। জবাবে ১৬ ওভারে ম্যাচ জিতে নেয় লখনউ। আজও সম্ভবত পিচের চরিত্র একইরকম থাকতে চলেছে। গত ম্যাচের মতো আজও স্পিনাররা পিচ থেকে অনেকটাই মদত পাবেন বলে আশা করা যায়। সেই কারণেই দুই দলের মধ্যে যে দল বেশি ভাল স্পিন খেলবে, সেই দলই এই ম্যাচ জিততে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।
নজরে দুই অধিনায়ক
ম্যাচে বিশেষ নজর থাকবে দুই দলের অধিনায়ক শিখর ধবন ও কেএল রাহুলের দিকে। রাহুল এখনও পর্যন্ত এ বারের মরসুমে নিজের সেরা ছন্দে খেলতে পারেননি। অপরদিকে, টুর্নামেন্টে অরেঞ্জ ক্যাপ-র শীর্ষে থাকা শিখর ধবন সানরাইজার্সের বিরুদ্ধে এক রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন। অপরাজিত ছিলেন ৯৯ রানে। তিনি অবশ্য গত ম্যাচে রান পাননি। লখনউয়ের বিরুদ্ধে ধবনের দিকে তাই নজর রাখতেই হচ্ছে।
LSG vs PBKS Live: ১০ বলে অপরাজিত ২৩ রান করে পাঞ্জাব কিংসকে ম্যাচ জেতালেন শাহরুখ
১০ বলে অপরাজিত ২৩ রান করে পাঞ্জাব কিংসকে ম্যাচ জেতালেন শাহরুখ খান। রুদ্ধশ্বাস ম্যাচ ২ উইকেটে জিতল প্রীতি জিন্টার দল।
IPL Live Score: ম্যাচ জিততে আর ১৩ বলে ২১ রান চাই পাঞ্জাবের
৪১ বলে ৫৭ রান করে রবি বিষ্ণোইয়ের বলে ফিরলেন সিকন্দর রাজা। ম্যাচ জিততে আর ১৩ বলে ২১ রান চাই পাঞ্জাবের। হাতে মাত্র ৩ উইকেট।
LSG vs PBKS Live: ১৫ ওভারের শেষে পাঞ্জাব ১১৫/৫
ক্রুণাল পাণ্ড্যর এক ওভারে ১৭ রান নিলেন সিকন্দর রাজা। তবে রবি বিষ্ণোই এসে তুলে নিলেন স্যাম কারানকে। ১৫ ওভারের শেষে পাঞ্জাব ১১৫/৫।
IPL Live: ম্যাচ জিততে আর ৭২ বলে চাই ১০৭ রান
৮ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ৫৩/৩। ম্যাচ জিততে আর ৭২ বলে চাই ১০৭ রান।
LSG vs PBKS Score Update: ৪ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ২৮/২
চাপে পাঞ্জাব কিংস। শুরুতেই যুদ্ধবীর সিংহ ফিরিয়ে দিলেন অথর্ব তাইদেকে (০)। তৃতীয় ওভারে প্রভসিমরন সিংহকে বোল্ড করে দিলেন তিনি। ৪ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ২৮/২।