এক্সপ্লোর
Advertisement
কপিলদেবের মৃত্য়ুর ভুয়ো খবর সোস্যাল মিডিয়ায়, এটা ‘সংবেদনহীনতা’, আমার বন্ধু সুস্থ হয়ে উঠছে! তীব্র প্রতিবাদ মদনলালের
অবসরপ্রাপ্ত এই প্রাক্তন ক্রিকেটারও তাঁর বন্ধুর পরিবারকে তাদের এই অস্বাভাবিক সময়ে গোপনীয়তা রক্ষা করতে দেওয়ার আবেদন জানিয়েছেন। বলেছেন, যখন ওঁর হাসপাতালে ভর্তি হওয়ার ফলে মানসিক চাপের মধ্য়ে কাটিয়েছে, সেসময় দয়া করে আমরা যেন সংবেদনশীল আচরণ করি।
নয়াদিল্লি: কপিল দেব মারা গিয়েছেন, সোস্যাল মিডিয়ায় দিনভর ভুয়ো খবর ছড়াল সোমবার। ১৯৮৩-র বিশ্বকাপ ক্রিকেটজয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের সম্প্রতি আচমকা হার্ট অ্যাটাক হয়। সফল করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টির পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। ডাক্তাররা অবশ্য তাঁকে বিশামে থাকার পরামর্শ দিয়েছেন। বাড়িতে স্থিতিশীলই রয়েছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও কে বা কারা তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে দেয় সামাজিক মাধ্যমে।
Speculation on a colleagues health and well being is insensitive and irresponsible. Our friend, Kapil Dev is on the path to recovery and getting better each day. At a time where the family has been through stress owing to his hospitalization, please let us be sensitive.
— Madan Lal (@MadanLal1983) November 2, 2020
এ ধরনের ভিত্তিহীন খবর ছড়ানোয় জড়িতদের তীব্র নিন্দা করে প্রবাদপ্রতিম অলরাউন্ডারের সতীর্থ মদনলাল ট্যুইট করেন, কপিলের শরীর-স্বাস্থ্য নিয়ে এমন ভুয়ো খবর ছড়ানো অসংবেদনশীল, দায়িত্বজ্ঞানহীন কাজ। নিজের ক্রিকেট কেরিয়ারে কপিলের নেতৃত্বে খেলেছেন বলে তাঁকে নিয়ে আলাদা আবেগ রয়েছে মদনলালের। তাই কিংবদন্তী অধিনায়ককে নিয়ে অপপ্রচার মেনে নিতে না পেরে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, একজন সতীর্থের শরীর, স্বাস্থ্য নিয়ে জল্পনায় সংবেদনশীলতা, দায়িত্বজ্ঞানের অভাব আছে।আমাদের বন্ধু কপিল দেব পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন। প্রতিদিন একটু একটু করে ভাল হচ্ছে তাঁর অবস্থা। অবসরপ্রাপ্ত এই প্রাক্তন ক্রিকেটারও তাঁর বন্ধুর পরিবারকে তাদের এই অস্বাভাবিক সময়ে গোপনীয়তা রক্ষা করতে দেওয়ার আবেদন জানিয়েছেন। বলেছেন, যখন ওঁর হাসপাতালে ভর্তি হওয়ার ফলে মানসিক চাপের মধ্য়ে কাটিয়েছে, সেসময় দয়া করে আমরা যেন সংবেদনশীল আচরণ করি।
এর আগে কপিলও অ্যাঞ্জিওপ্লাস্টির পর ১৯৮৩র বিশ্বকাপজয়ী টিমের সতীর্থদের অভিনন্দন জানিয়ে বিশেষ বার্তায় শীঘ্রই শুভানুধ্যায়ীদের সঙ্গে দেখা করার বাসনা প্রকাশ করেন। লেখেন, তিনি সুস্থ বোধ করছেন। আমার পরিবার ৮৩। আবহাওয়া খুব স্নিগ্ধ। তোমাদের সবার সঙ্গে দেখা করতে ভীষণ আগ্রহী আমি। তোমাদের সবার শুভেচ্ছা, প্রার্থনা, আশীর্বাদের জন্য় ধন্যবাদ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement