Maha Shivratri 2022: শিবের আরাধনায় রায়না-সহবাগ, শুভেচ্ছা জানালেন ভক্তদের
সুরেশ রায়না (Suresh Raina) ও বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag) শিবরাত্রি উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানালেন। সেই সঙ্গে শিব আরাধনার ছবিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।
নয়াদিল্লি: মঙ্গলবার মহা শিবরাত্রি (Mahashivratri 2022)। দেবাদিদেব মহাদেবের আরাধনার এই বিশেষ দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন পূণ্যার্থীরা। শিবের আরাধনায় মগ্ন ভারতীয় ক্রিকেটারেরাও। সুরেশ রায়না (Suresh Raina) ও বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag) শিবরাত্রি উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানালেন। সেই সঙ্গে শিব আরাধনার ছবিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।
বিভিন্ন ক্ষেত্রে বিশ্বাস করা হয় যে, শিবরাত্রির (Shivratri) দিনই মহাদেব ও পার্বতীর বিয়ে হয়। তাই সারাদেশে মহা ধুমধাম করে শিবরাত্রি পালন করা হয়। চলতি বছর পয়লা মার্চ পড়েছে শিবরাত্রি। গত দুটো বছর ধরে করোনা পরিস্থিতি চলছে। গত দুটো বছরে কত মানুষ সারা বিশ্বে এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন। কত মানুষ তাঁর প্রিয়জনকে হারিয়ে ফেলেছেন। তাই গত দুটো বছরের মতো চলতি বছরও মহাশিবরাত্রি উদযাপনে কিছুটা খামতি দেখা দেবে বলে মনে করা হচ্ছে। যদিও বিশেষজ্ঞরা সবার আগে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন।
দেবাদিদেব মহাদেবের আরাধনার এই বিশেষ দিনের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন পূণ্যার্থীরা। কেউ সারারাত উপবাস করে পুজো দিয়ে তবে খাবার খান। কেউ আবার যতক্ষণ না মহাদেবের পুজো শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জলস্পর্শ করেন না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঈশ্বরের আরাধনা করতে গিয়ে যেন শরীর না খারাপ হয়ে যায়, সেদিকেও নজর রাখা খুবই জরুরি। তার উপর এখন করোনা পরিস্থিতি চলছে। এই সময় স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা খুবই প্রয়োজন।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শরীরকে সুস্থ রাখতে জল খেতে থাকা খুবই জরুরি। শিবরাত্রির ব্রত করার সময় যদি আপনি উপবাস করেন, তাহলে পুজো দেওয়ার পর অবশ্যই আগে জল খাওয়া দরকার। উপবাস করে থাকলে শরীরে জলের ঘাটতি দেখা দেয়। আর এর কারণে ডিহাইড্রেশন হতে পারে বলে মত তাঁদের। জল কিংবা তার পরিবর্তে লেবুর জল, নারকেলের জল খেয়ে উপবাস ভঙ্গ করতে পারেন।