এক্সপ্লোর
Advertisement
‘আমাকে পাগল মনে হয়? তিনশো ওয়ান ডে খেলেছি’, ধোনির ধমক শুনে ভয় পেয়ে গিয়েছিলেন কুলদীপ
২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে আর জাতীয় দলে দেখা যায়নি ধোনিকে। কুলদীপ আগেই জানিয়েছিলেন যে, জাতীয় দলে তাঁর অভাব টের পাচ্ছেন।
নয়াদিল্লি: মাঠে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তাঁকে মজা করতে দেখা যায় প্রায়ই। কিন্তু কুলদীপ যাদবের অন্যরকম অভিজ্ঞতাও রয়েছে। একবার ধোনির কথা শুনে বেজায় ভয় পেয়ে গিয়েছিলেন চায়নাম্যান স্পিনার!
ইনস্টাগ্রামে একটি চ্যাটে কুলদীপ নিজেই জানিয়েছেন সেই ঘটনার কথা। ২০১৭ সালের ডিসেম্বর মাসের ঘটনা। ইনদওরে টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারত। বল করছিলেন কুলদীপ। উইকেটের পিছনে গ্লাভস হাতে ধোনি। কুলদীপ বলেছেন, ‘আমার বলে কভার দিয়ে বাউন্ডারি মেরেছিল কুশন পেরেরা। ধোনি ভাই পিছন থেকে চিৎকার করে ফিল্ডিং বদলাতে বলেছিলেন। আমি সেই পরামর্শ শুনিনি। পরের বলে রিভার্স সুইপে বাউন্ডারি হাঁকায় কুশল।’
তারপরই উত্তেজিত হয়ে ধোনি এগিয়ে আসেন কুলদীপের দিকে। কুলদীপ বলেছেন, ‘ধোনি ভাই বলেন, আমাকে পাগল মনে হয়! তিনশো ওয়ান ডে খেলেছি। আর তুমি আমার কথা শুনছো না।’
ধোনির কথা শুনে ঘাবড়ে গিয়েছিলেন কুলদীপ। ম্যাচের পর তিনি ধোনিকে গিয়ে প্রশ্ন করেন, তাঁর আচরণে খারাপ লেগেছে কি না। যদিও ধোনি তাঁকে জানান, তিনি রাগ করেননি। বোলার হিসাবে কুলদীপের সেরাটা বার করে আনার চেষ্টা করেছিলেন মাত্র। কুলদীপ বলছেন, ‘সেদিন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ম্যাচের পর টিমবাসে ধোনি ভাইকে জিজ্ঞেস করেছিলাম, রাগ করেছে কি না। তাতে ধোনি ভাই উত্তর দিয়েছিল, ২০ বছর রাগ করিনি।’
২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে আর জাতীয় দলে দেখা যায়নি ধোনিকে। কুলদীপ আগেই জানিয়েছিলেন যে, জাতীয় দলে তাঁর অভাব টের পাচ্ছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement