(Source: ECI/ABP News/ABP Majha)
Cristiano Ronaldo: ক্লাব ফুটবলে ৭০০ গোলের মালিক হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Cristiano Ronaldo Record: এই মাইলস্টােনে পৌঁছতে রোনাল্ডো মোট ৯৪৪টি ম্যাচ খেলেছিলেন। স্পোর্টিং লিসবন ছাড়াও ম্যান ইউ, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের হয়ে খেলেছেন তিনি।
ম্যাঞ্চেস্টার: আরও একটি নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্লাব ফুটবলে ৭০০ গোলের মালিক হয়ে গেলেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার। ম্যাঞ্চেস্টারের হয়ে এভার্টনের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সি আর সেভেন। প্রিমিয়ার লিগের এই ম্যাচে একটি গোল করার সঙ্গে সঙ্গে ক্লাব ফুটবলে ৭০০ গোলের মালিক হয়ে যান তিনি। এই মাইলস্টােনে পৌঁছতে রোনাল্ডো মোট ৯৪৪টি ম্যাচ খেলেছিলেন। স্পোর্টিং লিসবন ছাড়াও ম্যান ইউ, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের হয়ে খেলেছেন তিনি। এবারের প্রিমিয়ার লিগে সাত ম্যাচে রোনাল্ডোর প্রথম গোল এটি, আর চলতি মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের জার্সিতে ১০ ম্যাচে দ্বিতীয় গোল। রোনাল্ডোর পরে দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি। ৬৯১ গোল করেছেন তিনি ক্লাব ফুটবলে।
রোনাল্ডো তাঁর ৭০০ গোলের মধ্যে ৫টি স্পোর্টিং লিসবনের জার্সিতে। এ ছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, জুভেন্টাসের হয়ে ১০১ এবং ম্যান ইউনাইটেডের হয়ে ১৪৪টি গোল করেছেন। এদিন খেলার ৪৪ মিনিটের মাথায় ক্যাসেমিরোর পাস থেকে বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে বল জালে জড়িয়ে দেন রোনাল্ডো। ম্যান ইউ-এর আর এক গোলদাতা ডস স্যান্টোস। এভার্টনের হয়ে গোল করেছেন ইয়োবি।
View this post on Instagram
মনে করা হচ্ছিল যে কাতার বিশ্বকাপের (Qatar World Cup) পরই হয়ত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronalo) মানেই চমক তো থাকবেই। এবার সেরকই চমক দিলেন তিনি। মাঠে নয়, মাঠের বাইরে। সমর্থকদের উদ্দেশে জানিয়ে দিলেন যে কাতার বিশ্বকাপের পরই ফুটবলকে বিদায় জানাচ্ছেন না তিনি।
কী বললেন রোনাল্ডো?
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের তরফে সম্প্রতি পুরস্কার পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপরই তিনি বলেন, ''আমার সফর এখনই শেষ হয়নি। আমি বিশ্বকাপ ও ইউরো কাপে অংশ নিতে চাই। আমি এখনও মোটিভেটেড। আমার প্রত্যাশাও আরও উচ্চ।'' উল্লেখ্য, দেশের জার্সিতে ১৮৯টি ম্যাচ খেলে ১১৭টি গোল করেছেন রোনাল্ডো। এছাড়াও ১০টি মেজর টুর্নামেন্টে অংশ নিয়েছেন তিনি এখনও পর্যন্ত। ইরানের আলি দায়িকে টেক্কা দিয়ে এই মুহূর্তে বিশ্ব ফুটলে সর্বাধিক গোলের মালিক রোনাল্ডো।