Jadon Sancho in Manchester: পাঁচ বছরের চুক্তিতে ডর্টমুন্ড থেকে ম্যাঞ্চেস্টারে যোগ দিলেন স্যাঞ্চো
বরুসিয়া ডর্টমুন্ড থেকে জ্যাডন স্যাঞ্চোকে দলে নিল রেড ডেভিলসরা। আপাতত পাঁচ বছরের চুক্তিতে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত ম্যাঞ্চেস্টারে খেলতে দেখা যাবে স্যাঞ্চোকে। পরে সেই চুক্তির সময়সীমা বাড়তেও পারে।
ম্য়াঞ্চেস্টার: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিলেন জ্যাডন স্যাঞ্চো। বরুসিয়া ডর্টমুন্ড থেকে তাঁকে দলে নিল রেড ডেভিলসরা। আপাতত পাঁচ বছরের চুক্তিতে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত ম্যাঞ্চেস্টারে খেলতে দেখা যাবে স্যাঞ্চোকে। পরে সেই চুক্তির সময়সীমা বাড়তেও পারে। ইউরো কাপে ইংল্যান্ডের স্কোয়াডে ছিলেন এই তরুণ উইঙ্গার।
ডর্টমুন্ডের হয়ে এখনও পর্যন্ত চারটে মরসুমে ৫০টি গোল করেছেন ২১ বছরের স্যাঞ্চো। এছাড়াও তাঁর অ্যাসিস্টের সংখ্যা ৬৪। ইংল্য়ান্ডের জার্সিতে ইউরো কাপের ফাইনালেও খেলতে দেখা গিয়েছিল স্যাঞ্চােকে। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর স্যাঞ্চো বলেন, 'ডর্টমুন্ডের কাছে আমি বরাবর ঋণী। আমাকে এত সুযোগ দিয়েছিল ওরা। তবে আমি আশাবাদী ছিলাম যে কোনও না কোনও দিন ঠিক আমি আবার ইংল্যান্ডে ফিরতে পারব। ম্যাঞ্চেস্টারে যোগ দেওয়াটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। প্রিমিয়ার লিগে খেলতে নামার জন্য ভীষণভাবে মুখিয়ে রয়েছি। আমাদের দুর্দান্ত একটা স্কোয়াড রয়েছে। আমি আশাবাদী যে সবাই মিলে মিলিতভাবে ভাল খেলে সাফল্য পাব। আমাদের সমর্থকদেরও খুশি করতে পারব।'
ওলে গুনার সোলসায়ারের প্রশিক্ষণে এই মুহূর্তে খেলছে ম্যান ইউ। রেড ডেভিলসদের কোচ বলেন, 'স্যাঞ্চোর মতো প্লেয়ারকেই আমি ভীষণভাবে চেয়েছিলাম। ও দলে আসায় দলের ভারসাম্য বাড়ল। দারুণ গতি রয়েছে। ওর গোলের সংখ্যা ও অ্যাসিস্টের সংখ্যা ওর হয়ে কথা বলে। ওল্ড ট্র্যাফোর্ড ওকে সুযোগ দিয়েছে ওর প্রতিভা প্রমাণ করার। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে মেলে ধরতে পারবে ও। যদিও এই বয়সেই দারুণ পারফর্ম করেছে স্যাঞ্চাে।'
ইংল্যান্ড জাতীয় দলের সতীর্থ মার্কাস র্যাশফোর্ডের সঙ্গে ক্লাব ফুটবলেও এবার একসঙ্গে খেলার সুযোগ পাবেন স্যাঞ্চো। ২ জনই ইউরো কাপের ফাইনালে ইতালির বিরুদ্ধে পেনাল্টি মিস করেছিলেন।