এক্সপ্লোর
Advertisement
রঞ্জিতে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে দুরন্ত ট্রিপল সেঞ্চুরি মনোজ তিওয়ারির, রানের পাহাড়ে বাংলা
মনোজ তাঁর ইনিংসে অনায়াসে খেললেন হায়দরাবাদের সিমারদের। মনোজের ইনিংসে রয়েছে ২৯ বাউন্ডারি ও ৫ ওভারবাউন্ডারি। ৪১২ বলে ৩০৩ রান করে অপরাজিত থাকলেন তিনি। বাংলার ইনিংসের ৩৪ তম ওভারে হায়দরাবাদের রবি কিরণ তাঁর ক্যাচ মিস করেছিলেন। এরপর আর পিছন ফিরে তাকাননি মনোজ।
কল্যাণী: রঞ্জি ট্রফির এলিট গ্রুপ এ-র ম্যাচে তিনশ রান করে নয়া নজির বাংলার ব্যাটসম্যান মনোজ তিওয়ারির। তাঁর ব্যাটে ভর করে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে বাংলার রান ৬০০ পেরোল। কাস্টমাইজড ব্যাটে ট্রিপল সেঞ্চুরির ইনিংস খেললেন মনোজ। ওই ব্যাটে লেখা তাঁর ছেলের নাম।
মনোজ তাঁর ইনিংসে অনায়াসে খেললেন হায়দরাবাদের সিমারদের। মনোজের ইনিংসে রয়েছে ২৯ বাউন্ডারি ও ৫ ওভারবাউন্ডারি। ৪১২ বলে ৩০৩ রান করে অপরাজিত থাকলেন তিনি। বাংলার ইনিংসের ৩৪ তম ওভারে হায়দরাবাদের রবি কিরণ তাঁর ক্যাচ মিস করেছিলেন। এরপর আর পিছন ফিরে তাকাননি মনোজ। কল্যাণীর এই ম্যাচে ১৫ ওভারের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলা। ওই সময় দলের রান ছিল মাত্র ৬০। শেষপর্যন্ত সাত উইকেটে ৬৩৫ রানে ইনিংস ডিক্লেয়ার করে বাংলা।
রবিবার খেলার শেষে মনোজ অপরাজিত ছিলেন ১৫৬ রানে। বাংলার রান ছিল পাঁচ উইকেটে ৩৬৬। রবিবার যেভাবে শেষ করেছিলেন,সোমবার সেভাবেই খেলা শুরু করেন মনোজ এবং ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন।
৩৪ বছরের মনোজের প্রথম শ্রেণীর ক্রিকেটে এটাই প্রথম ট্রিপল সেঞ্চুরি।
রবিবার খেলার শেষে সংবাদমাধ্যমকে মনোজ বলেছিলেন, এটা তাঁর অন্যতম সেরা ইনিংস। এই ইনিংসকে তাঁর সেরা সাত ইনিংসের অন্যতম বলেও মন্তব্য করেছিলেন তিনি। তিনি বলেছিলেন, এর আগে পাঁচবার তিনি দ্বিশতরানের ইনিংস খেলেছেন। আর এ দিনের ইনিংসটা অত্যন্ত স্পেশ্যাল। তিনি আরও বলেছিললেন, ব্যাটিং ভালোই হচ্ছে। কিন্তু এ ধরনের লম্বা ইনিংস খেলার অপেক্ষায় ছিলাম। কেরলের বিরুদ্ধে ম্যাচে পিঠে সমস্যা দেখা দিয়েছিল। আমি জানতাম, সব ঠিকঠাই আছে। শুধু একটা ভালো ইনিংস খেলার দরকার ছিল। সুযোগ পেয়ে তা কাজে লাগিয়েছি।Number 27 Scored my 27th First class hundred today wit this special customised bat of mine wit my Son’s name engraved in it 🤗😍😘 He is also very happy to learn about Dad’s score 😉 pic.twitter.com/6XbqNpJJ80
— MANOJ TIWARY (@tiwarymanoj) January 19, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
জেলার
Advertisement