Khel Ratna Award: বিতর্ক অতীত, খেলরত্ন পাচ্ছেন মনু ভাকের, তালিকায় রয়েছেন আরও তিন
Dhyan Chand Khel Ratna Award: মনু ভাকের বাদে ডি গুকেশ, প্যারালিম্পিক্সে সোনাজয়ী প্রবীণ কুমার ও হকি অধিনায়ক হরমনপ্রীত সিংহকেও খেলরত্ন পুরস্কার দেওয়া হচ্ছে।
নয়াদিল্লি: প্রথম অ্যাথলিট হিসাবে ভারতকে অলিম্পিক্সে এক এডিশনে জোড়া পদক এনে দিয়েছিলেন তিনি। তবে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন (Major Dhyan Chand khel ratna award) পুরস্কারের জন্য মনু ভাকের (Manu Bhaker) মনোনীত না হওয়ায় প্রবল বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেইসব বিতর্ক অবশেষে সমাপ্ত হল। খেলরত্ন জন্য যে চারজন অ্যাথলিটের নাম নির্বাচিত হয়েছে তাঁদের মধ্যে অন্যতম হলেন মনু ভাকের। খেলমন্ত্রকের তরফে বৃহস্পতিবার মনু ভাকেরের খেলরত্ন পাওয়ার খবরে সিলমোহর দেওয়া হয়।
মনু ভাকের বাদে ডি গুকেশ, প্যারালিম্পিক্সে সোনাজয়ী প্রবীণ কুমার ও হকি অধিনায়ক হরমনপ্রীত সিংহকেও খেলরত্ন পুরস্কার দেওয়া হচ্ছে। ক্রীড়ামন্ত্রকের তরফে ৩২জন ক্রীড়াবিদের নাম অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে ১৭জন প্যারাঅ্যাথলিটও রয়েছেন। ভারতীয় ক্রীড়াবিদের জন্য সর্বোচ্চ পুরস্কার ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। সেই পুরস্কারের তালিকায় মনু ভাকেরের নাম না থাকায় বিরাট বিতর্ক হয়। মনুর বাবা রাম কিষণ নিজের ক্ষোভ উগরে দেন। মনুও ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন।
তবে পরবর্তীতে মনুর তরফে একটি পোস্ট করা হয়, যেখানে তাঁর সুর অনেকটাই নরম হয়। মনু দাবি করেন তিনি খেলরত্ন বা কোনও পুরস্কারের লোভে খেলেন না। তিনি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'ঐতিহ্যবাহী খেলরত্ন পুরস্কারের জন্য আমার মনোনয়ন নিয়ে যা সব চলছে, সেই পরিপ্রেক্ষিতে আমি জানাতে চাই যে, খেলোয়াড় হিসাবে খেলা এবং দেশের হয়ে পারফর্ম করাটাই আমার দায়িত্ব। পুরস্কার নিঃসন্দেহে আমায় অনুপ্রাণিত করে, কিন্তু সেটা আমার লক্ষ্য নয়। আমার মনে হয় আমার তরফেই মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে কোথাও কিছু ভুল হয়েছে, যেটা ঠিক করার চেষ্টা করা হচ্ছে। তবে পুরস্কার পাই বা নাই, দেশের হয়ে আরও পদক জেতাটাই সবসময় আমার লক্ষ্য। আমি সকলকে অনুরোধ করব যে এই বিষয়ে আর জলঘোলা করবেন না।'
বিতর্কের মুখে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক দাবি করেছিল, মনু ভাকের খেলরত্ন পুরস্কারের জন্য আবেদনই করেননি। যে দাবি নস্যাৎ করে দিয়েছিলেন মনু ভাকেরের বাবা রাম কিষণ। যিনি সাফ জানিয়েছেন যে, তাঁরা এই সম্মানের জন্য আবেদন করেছিলেন। যদিও কমিটির কাছ থেকে কোনও জবাব পাননি। তবে অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: চিটফান্ড প্রতারণায় যুক্ত শুভমন গিল! চার ভারতীয় ক্রিকেটারকে সমন গুজরাত সিআইডির