এক্সপ্লোর
Advertisement
ডোপিংকাণ্ডে ২ বছরের নির্বাসন শারাপোভার
লন্ডন: আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি! নিষিদ্ধ মেলডোনিয়াম নেওয়ার শাস্তি৷ মারিয়া শারাপোভাকে ২ বছরের জন্য নির্বাসনে পাঠাল আন্তর্জাতিক টেনিস ফেডারেশন৷ আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের তরফে এদিন জানানো হয়, ‘ডোপিংয়ের জন্য ২ বছর টেনিস থেকে নির্বাসনে পাঠানো হল মারিয়া শারাপোভাকে৷ ২০১৬-এর ২৬ জানুয়ারি থেকে তাঁর উপর নিষেধাজ্ঞা বহাল হল৷ তবে, প্রতারণার কোনও উদ্দেশ্য শারাপোভার ছিল না৷ পুরো ঘটনার দায়িত্ব তিনি নিজের কাঁধেই নিয়েছেন৷ কিন্তু, নিষিদ্ধ মেলডোনিয়াম নিয়ে তিনি মারাত্মক ভুল করেছেন’
তবে, কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টে এই নির্বাসনের বিরুদ্ধে আবেদন জানাতে পারবেন ৫ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী টেনিস তারকা৷
অস্ট্রেলীয় ওপেন চলাকালীন ডোপ টেস্টে উতরোতে পারেননি মাশা৷ সাংবাদিক বৈঠকে কান্না-ভেজা গলায় সেকথা স্বীকারও করেন তিনি৷ জানান, ২০০৬ থেকে তিনি মেলডোনিয়াম নামে একটি ড্রাগ নিতেন৷ এবছর থেকে অ্যান্টি-ডোপিং এজেন্সি ওই ড্রাগটিকে নিষিদ্ধ ঘোষণা করে৷ কিন্তু, বিষয়টি তাঁর নজর এড়িয়ে গিয়েছিল৷
বিস্ফোরক স্বীকারোক্তির পরই শারাপোভাকে সাসপেন্ড করে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন৷ শেষ পর্যন্ত ২ বছরের নির্বাসন৷ নির্বাসন কাটিয়ে টেনিস সার্কিটে কামব্যাক করাটা কি আদৌ সম্ভব হবে রুশ টেনিস আইকনের? প্রশ্নটা উঠেই গেল৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement