Mary Kom Injured: পায়ে চোট, কমনওয়েলথ গেমসের প্রস্তুতি শিবির থেকে নাম তুললেন মেরি কম
Boxer Mary Kom Injury: ২০১৮ সালে সোনাজয়ী মেরি কম সেমিফাইনালে চেষ্টা করছিলেন অনেকবার। কিন্তু বাঁ পায়ের চোটের জন্য খেলা চালিয়ে যেতে পারেননি ৩৯ বছরের এই কিংবদন্তী মহিলা বক্সার।
নয়াদিল্লি: চোটের জন্য কমনওয়েলথ গেমসের প্রস্তুতি শিবির থেকে নাম তুললেন মেরি কম। পাঁচ বারের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন এবং ছয়টি বিশ্ব চ্যাম্পিয়নশিপেই পদকজয়ী একমাত্র মহিলা বক্সার। কমনওয়েলথ গেমসের মহিলাদের বক্সিংয়ের ৪৮ কেজি বিভাগের জন্য প্রস্তুতি শিবির থেকে নাম তুললেন মেরি। তাঁর পায়ে চোটই তাঁর পথে কাঁটা হয়ে দাঁড়াল। প্রস্তুতি শিবিরের প্রথম রাউন্ডে ৪৮ কেজি বিভাগে সেমিফাইনালে খেলার সময়ই পায়ে চোট পান মেরি। উল্লেখ্য, ইন্দিরা গাঁধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চলছে এই ট্রায়াল পর্ব।
২০১৮ সালে সোনাজয়ী মেরি কম সেমিফাইনালে চেষ্টা করছিলেন অনেকবার। কিন্তু বাঁ পায়ের চোটের জন্য খেলা চালিয়ে যেতে পারেননি ৩৯ বছরের এই কিংবদন্তী মহিলা বক্সার। বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম চলতি প্রস্তুতি শিবির থেকে নাম তুলে নিয়েছেন। শুক্রবার চোট পেয়েছিলেন মেরি। ৪৮ কেজি বিভাগে নীতুর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী মেরি। কিন্তু সেখানেই হাঁটুতে চোট পেয়ে বসেন মেরি। এরপরই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। মেরি আবার কোর্টে ফিরেও এসেছিলেন।''
মেরি কম সরে দাঁড়ানোয় তাঁর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে খেলছে যাওয়া আর হচ্ছে না। ৪৮কেজি বিভাগে এখন টুর্নামেন্টে যোগ্যতা অর্জনের জন্য লড়াই করবেন নীতু ও মঞ্জু রানি।
উল্লেখ্য, মেরি কম ভারতের প্রথম মহিলা বক্সার হিসেবে অলিম্পিক্সে পদক জয়ের নজির গড়েছিলেন। ব্রোঞ্জ জিতেই সেই নজির গড়েন মণিপুরি তারকা বক্সার। সেবার সেমিফাইনালে ব্রিটেনের নিকোলা অ্যাডামের বিরুদ্ধে ৬-১১ ব্যবধানে হেরে যান মেরি। এই নিকোলা অ্যাডামই লন্ডন অলিম্পিক্সে সোনা জিতেছিলেন।
অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের পর ভারতের এই তারকা বক্সার ২০১৪ সালে এশিয়ান গেমসেও সাফল্য পেয়েছিলেন। সেই ইভেন্টেও পদক জিতেছিলেন মেরি। ভারতের প্রথম মহিলা হিসেবে এশিয়ান গেমস থেকে সোনা জিতেছিলেন মেরি কম। এরপর যদিও গ্লাসগো কমনওয়েলথ গেমসে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিলেন মেরি। কিন্তু চার বছর বাদে গোল্ড কোস্টে সোনা জিতে ফের নিজের ছাপ রাখেন মেরি।