Eden Gardens: শর্তসাপেক্ষে ইডেনে সহবাগ-গেলদের ম্যাচ করার অনুমতি
Legends League Cricket: অনেক টালবাহানার পর লেজেন্ডস লিগ ক্রিকেট (LLC)-র দুটি ম্যাচ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজনের অনুমতি দিল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি।
![Eden Gardens: শর্তসাপেক্ষে ইডেনে সহবাগ-গেলদের ম্যাচ করার অনুমতি Matches of Legends League Cricket to be held at Eden Gardens on several conditions, know in details Eden Gardens: শর্তসাপেক্ষে ইডেনে সহবাগ-গেলদের ম্যাচ করার অনুমতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/21/5e86ca712f7e9b535ca6ce6a09cb0a87_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: অনেক টালবাহানার পর লেজেন্ডস লিগ ক্রিকেট (LLC)-র দুটি ম্যাচ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজনের অনুমতি দিল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। তবে দেওয়া হল একাধিক শর্ত।
সোমবার এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ডেকেছিল সিএবি। সেখানে লেজেন্ডস লিগ ক্রিকেটের আয়োজক সংস্থা অ্যাবসোলিউট লেজেন্ডস স্পোর্টস প্রাইভেট লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট অভিষেক মজুমদারকেও ডাকা হয়েছিল। তাঁর সামনেই আলোচনা করেন সিএবি কর্তারা। লিগ কর্তৃপক্ষ সিএবি-কে জানায় যে, ম্যাচদুটি আয়োজনের জন্য ইতিমধ্যেই ভেন্ডরদের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়ে গিয়েছে। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে, যেহেতু হাতে আর একদমই সময় নেই, তাই শেষ মুহূর্তে পরিকল্পনা বদলানো কার্যত অসম্ভব হয়ে পড়বে। সংস্থা ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলেও জানানো হয়।
সব পরিস্থিতি খতিয়ে দেখে ম্য়াচ করার ছাড়পত্র দিয়েছে সিএবি। তবে শর্তসাপেক্ষে। কী সেই শর্ত? সিএবি সূত্রে খবর, লেজেন্ডস লিগ কর্তৃপক্ষকে বলা হয়েছে, ইডেন গার্ডেন্সে বা খেলোয়াড়দের জার্সিতে বা অন্য কোনও মঞ্চে এমন কোনও সংস্থার প্রচার করা যাবে না যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়া, বেটিং বা গেমিংয়ের সঙ্গে যুক্ত। পাশাপাশি বলা হয়েছে, ম্যাচের জন্য শুধুমাত্র বি, সি, কে ও এল ব্লক এবং ক্লাব হাউস পাওয়া যাবে। মাঠের অন্যত্র দর্শক বসানোর অনুমতি দেওয়া হবে না। টিকিট বিক্রিও হবে সেই ভাবেই।
সিএবি সূত্রে খবর, সব শর্ত মেনে নিয়েছে লিগ কর্তৃপক্ষ। সেই শর্ত মেনে চললে তবেই ম্যাচ আয়োজন করা যাবে বলে সিএবি-র তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
এমনিতেই বৃষ্টিতে ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। শুক্র ও শনিবার দুটি ম্যাচ হওয়ার কথা। কিন্তু নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। তাই ম্যাচ কতটা সফলভাবে করা যাবে তা নিয়ে রয়েছে সংশয়। একটা সময় ঠিক ছিল সৌরভ গঙ্গোপাধ্যায় ১৬ সেপ্টেম্বরের প্রদর্শনী ম্যাচে খেলবেন। যে ম্যাচটি ভারতের স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত হচ্ছে। ১৭ সেপ্টেম্বর হবে আরেকটি ম্যাচ। তবে পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান সৌরভ। বাংলার ক্রিকেটপ্রেমীরা তখনই যেন কিছুটা হতোদ্যম হয়ে পড়েছিলেন।
আরও পড়ুন: হতাশ হলেও ভেঙে পড়ছেন না, ওয়ান ডে বিশ্বকাপকে পাখির চোখ করছেন জাডেজা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)