এক্সপ্লোর
Advertisement
তুমি যা চাইবে তাই দেব, শুধু ‘মঙ্গুজ’ ব্যাট ব্যবহার কোরো না, হেডেনকে বলেছিলেন ধোনি
কী এই ‘মঙ্গুজ’? বিশেষ এক প্রকার ব্যাট। সাধারণ ব্যাটের তুলনায় যার হাতলটি লম্বা। আর ব্যাটের প্লেটটির দৈর্ঘ্য ও প্রস্থ কম। দেখতে অনেকটা বেসবল ব্যাটের মতো।
চেন্নাই: ‘মঙ্গুজ’ দিয়ে খেলে আইপিএলে শোরগোল ফেলে দিয়েছিলেন ম্যাথু হেডেন।
কী এই ‘মঙ্গুজ’? বিশেষ এক প্রকার ব্যাট। সাধারণ ব্যাটের তুলনায় যার হাতলটি লম্বা। আর ব্যাটের প্লেটটির দৈর্ঘ্য ও প্রস্থ কম। দেখতে অনেকটা বেসবল ব্যাটের মতো। এই ব্যাটে খেললে বটম হ্যান্ড-এ অনেকটা জোর পাওয়া যায় বলে ধারণা অনেকের। তাতে যে কোনও শট আরও জোরাল হয়। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময় ম্যাথু হেডেনও যে কারণে ব্যবহার করেছিলেন মঙ্গুজ।
তবে হেডেনের ব্যাট নিয়ে প্রবল আপত্তি ছিল মহেন্দ্র সিংহ ধোনির। এমনকী, সিএসকে অধিনায়ক সতীর্থকে এ-ও বলেছিলেন যে, এই ব্যাট ব্যবহার কোরো না। পরিবর্তে তুমি যা চাইবে সব দেব! এমনই ঘটনার কথা এবার প্রকাশ্যে আনলেন প্রাক্তন অস্ট্রেলীয় তারকা ওপেনার।
করোনা লকডাউনের জেরে আইপিএল স্থগিত হয়ে গিয়েছে। সিএসকে অনুশীলন শিবির শুরু করেও বাতিল করেছে। শুক্রবার সিএসকে-র একটি ভিডিও চ্যাটে হেডেন সঞ্চালককে বলেন, ‘ধোনি বলেছিল, মঙ্গুজ ব্যবহার কোরো না। তুমি জীবনে যা চাইবে তাই দেব।’
হেডেন অবশ্য সেই ব্যাট নিয়েই খেলেছিলেন। তিনি বলেছেন, ‘আমি যথেষ্ট প্র্যাক্টিস করেই নেমেছিলাম। কখনওই চাইতাম না আমার ফ্র্যাঞ্চাইজিকে ডোবাতে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement