(Source: ECI/ABP News/ABP Majha)
Mayank Agarwal: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ময়ঙ্ক, আজই বেঙ্গালুরু ফিরছেন কর্ণাটকী ব্যাটার
Mayank Agarwal Update: আপাতত সঙ্কটমুক্ত ময়ঙ্ক। তবে, কণ্ঠস্বর ফিরতে সময় লাগবে ২৪ থেকে ৪৮ ঘণ্টা। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন টিম কর্ণাটকের ম্যানেজার।
প্রসেনজিৎ সাহা, আগরতলা: রঞ্জি (Ranji Trophy) ম্য়াচ খেলে ফিরছিলেন। বিমানে জলপান থেকেই বিপত্তি। গতকাল রাত থেকে আগরতলার আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। অবশেষে এদিন দুপুর ১২টায় ছাড়া পেলেন কর্ণাটক অধিনায়ক ময়ঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। কর্ণাটক (Karnatak Cricket Team) দলের ম্যানেজার মনীশ রাও (Manish Rao) প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন, এখনই ঘটনার বিষয়ে কোনও মন্তব্য করতে চান না। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ময়ঙ্ককে দ্রুত সুস্থ করে তোলার জন্য। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাসুদেব চক্রবর্ত্তী জানিয়েছেন সবধরনের সহযোগিতা করা হয়েছে। তবে ইন্ডিগো বিমান সংস্থার দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আইএলএস হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় বিষাক্ত কিছু পান করায় এমন ঘটনা ঘটেছে। এখন শারীরিক ভাবে সুস্থ আছেন ময়ঙ্ক। দু-তিন দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। এদিকে, এই বিষয়ে ইন্ডিগোর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজই বেঙ্গালুরু ফিরে যাচ্ছেন কর্ণাটকী ব্যাটার।
View this post on Instagram
গতকাল ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলে ফেরার পথে বিমানেই অসুস্থ হয়ে পড়েন ভারতীয় ক্রিকেটার ও কর্ণাটক দলের ক্যাপ্টেন ময়াঙ্ক আগরওয়াল। কর্ণাটক টিম ম্যানেজমেন্টের দাবি, বিমানে সিটের সামনে থাকা খোলা জলের বোতল থেকে জলপান করতেই বিপত্তি। শুরু হয় গলা জ্বালা। কণ্ঠস্বর হারান তিনি। সঙ্গে সঙ্গে বিমান থেকে নামিয়ে তাঁকে ভর্তি করা হয় আগরতলার হাসপাতালে। নিয়ে যাওয়া হয় আইসিইউতে। আপাতত সঙ্কটমুক্ত ময়াঙ্ক। তবে, কণ্ঠস্বর ফিরতে সময় লাগবে ২৪ থেকে ৪৮ ঘণ্টা। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন টিম কর্ণাটকের ম্যানেজার।
উল্লেখ্য, মঙ্গলবার আড়াইটার বিমানে ফেরার জন্য বিমান ধরেন কর্নাটকের গোটা দল। ময়ঙ্কের গোটা কর্ণাটক দলের সঙ্গে দিল্লি হয়ে রাজকোটে যাওয়ার কথা ছিল। তবে সফরপথেই তিনি অসুস্থ হয়ে যান। কর্নাটকের অধিনায়ক ময়ঙ্ক বিমানে উঠে বিমান সেবিকার কাছ থেকে জল চান। সীটের সামনেই ছিল খোলা জলের বোতল। সেই জল পান করতেই বিপত্তি। গলায় জ্বলন শুরু হয় তাঁর। এরপরই বমি করেন ময়ঙ্ক। আগরতলা বিমানবন্দর থেকে তড়িঘড়ি তাকে আইএলএস হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে তাঁকে দেখতে যান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এই ঘটনার পর কর্ণাটক ক্রিকেট দলের ম্যানেজার রমেশ রাও পুলিশে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ। উক্ত জলের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। চিকিৎসকের বক্তব্য আপাতত সঙ্কট মুক্ত ময়ঙ্ক আগরওয়াল। তবে গলায় স্বর আসতে দিন দু'য়েক মতো সময় লাগতে পারে। যদিও এই ব্যাপারে মুখ খুলতে চাননি কর্ণাটক দলের ম্যানেজমেন্ট। অফ ক্যামেরায় দলের ম্যানেজার জানান, তারা চাযননা প্রকৃত সত্য বেড়িয়ে আসার আগে, বিমান কর্তৃপক্ষ, হাসপাতাল কর্তৃপক্ষ এবং রাজ্যের বদনাম হোক।