১২ ইনিংসে ২টি দ্বিশতরান, ব্র্যাডম্যানকে ছাপিয়ে সামনের সারিতে ময়াঙ্ক
ময়াঙ্ক ভারতের দ্বিতীয় ওপেনার যিনি এক সেশনেই ২টি দ্বিশতরান করার নজির গড়লেন।
ইন্দৌর: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান করে অস্ট্রেলীয় কিংবদন্তী স্যার ডন ব্র্যাডম্যানকে ছাপিয়ে গেলেন ময়াঙ্ক অগ্রবাল। দ্রুততম দুটি দ্বিশতরান করার তালিকায় নথিভুক্ত করলেন নিজের নাম। বিশ্ব ক্রিকেটে ময়াঙ্ক এখন দ্বিতীয় ক্রিকেটার যিনি দ্রুততম দুটি দ্বিশতরান করলেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন বিনোদ কাম্বলি।
টেস্ট ক্রিকেটে ময়াঙ্ক অগ্রবালের দ্বিশতরান, ১২ ইনিংসে এই নিয়ে দ্বিতীয়বার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দ্বিশতরানের পর ইন্দৌরের হোলকার স্টেডিয়ামেও আরও একটি দ্বিশতরান পেয়ে গেলেন ময়াঙ্ক। এদিন ৩৩০ বলে ২৪৩ রানের ইনিংস খেলেন এই ভারতীয় ওপেনার। তাঁর ইনিংস সাজানো ছিল ২৮টি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারিতে। বৃহস্পতিবার পাওয়া জীবনদানেরই উপযোগী ব্যবহার করে গেলেন ময়াঙ্ক। শুক্রবার তাঁর দ্বিশতরানের সুবাদেই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে প্রায় সাড়ে তিনশো রানের লিড নিয়ে ফেলেছে ভারত।
দেখুন ভিডিও: কোহলি চেয়েছিলেন তিনশো, ২৪৩ রানে থামলেন ময়াঙ্ক
উল্লেখ্য, ময়াঙ্ক ভারতের দ্বিতীয় ওপেনার যিনি এক মরসুমেই ২টি দ্বিশতরান করার নজির গড়লেন। ভারতে ভিনু মাঁকর (১৯৫৫-৫৬) সর্বপ্রথম এই কৃতিত্ব অর্জন করেছিলেন। আর দ্রুততম দুটি দ্বিশতরান করার ক্ষেত্রেও তিনি ভারতীয়দের মধ্য দ্বিতীয়। বিনোদ কাম্বলি দুটি দ্বিশতরান করেছিলেন ৫ ইনিংসে। এই তালিকায় এতদিন দ্বিতীয় স্থানেই ছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। ১৩ ইনিংসে দুটি দ্বিশতরান করেছিলেন ব্র্যাডম্যান। শুক্রবার দ্বিশতরান করে ডনের সেই রেকর্ডকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে চলে এলেন ময়াঙ্ক।