এক্সপ্লোর
Advertisement
ময়াঙ্কের দ্বিশতরানে রানের পাহাড়ে ভারত, লিড ৩৪৩ রান
১০ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলতে দেখা যায় উমেশ যাদবকেও।
ইন্দোর: দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের স্কোর ৬ উইকেট হারিয়ে ৪৯৩ রান। এখনই লিড ৩৪৩ রান। এদিন ভারতকে এই রানের পাহাড়ে পৌঁছে দেন ওপেনার ময়াঙ্ক অগ্রবাল। এদিন ২৪৩ রানের একটি ঝকঝকে ইনিংস খেলে যান ময়াঙ্ক। প্রথমে তাঁকে সঙ্গ দেন চেতেশ্বর পূজারা। পর দলের সহ অধিনায়ক অজিঙ্কা রাহানের সঙ্গে যুগলবন্দি করে স্কোর এগিয়ে নিয়ে যান তিনি। এদিন অল্পের জন্য শতরান হাতছাড়া করেন রাহানে। ৮৬ রানের ইনিংস খেলেছেন তিনি। অর্ধ শতরান (৬০) করে নজর কেড়েছেন রবীন্দ্র জাদেজাও।
অতীতের মতো ১০ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলতে দেখা যায় উমেশ যাদবকেও। ৩টি ছয়ও আসে তাঁর ব্যাট থেকে।
অন্যদিকে বাংলাদেশি বোলারদের মধ্য সবথেকে সফল আবু জায়েদ। ৪টি উইকেট পেয়েছেন এই স্পিডস্টার। ১টি করে উইকেট গিয়েছে ইবাদত হোসেন ও মেহেদি হাসানের ঝুলিতে।
ন্যাচারাল স্ট্রোক প্লেয়ার হিসেবে পরিচিত মায়াঙ্ক এদিন শুরু থেকেই নিজস্ব ছন্দে খেলছিলেন। চেতেশ্বর পূজারার সঙ্গে এদিন খেলা শুরু করেন তিনি। প্রথম দিনের শেষে ৩৭ রানে অপরাজিত ছিলেন মায়াঙ্ক। ৯৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। পূজারা আউট হওয়ার পর অধিনায়ক বিরাট কোহলিও দ্রুত ফিরে যান। ১১৯ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে ভারতের। এরপর আজিঙ্কা রাহানের সঙ্গে জুটি বেঁধে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান মায়াঙ্ক। দুজনের মধ্যে চতুর্থ উইকেট জুটিতে ১৯০ রান যোগ হয়। ৮৬ রান করে আউট হন রাহানে। ২৩৪ বলে ১৫০ রান করেন মায়াঙ্ক।চা-পানের বিরতিতে তাঁর রান ছিল ১৫৬। এরপর দ্রুতগতিতে রান তুলতে শুরু করেন এবং দ্বিশতরান পূর্ণ করে নেন। ২৫ বাউন্ডারি ও পাঁচটি ছয়ের সাহায্যে ডাবল সেঞ্চুরি করেন তিনি। চার ম্যাচের মধ্যে ফের ডাবল সেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন মায়াঙ্ক। শেষ পর্যন্ত ২৪৩ রানে আউট হন। তাঁর ইনিংসে রয়েছে ২৮ চার ও আটটি ছয়। ৪৩২ রানে ভারতের পঞ্চম উইকেটের পতন ঘটে। #সেঞ্চুরি মায়াঙ্কের। কেরিয়ারের অষ্টম টেস্টে তৃতীয় শতরান মায়াঙ্কের। এবাদাত হোসেনের বলে দুই রান নিয়ে শতরানে পৌঁছে যান তিনি।There is no stopping this fella. @mayankcricket brings up his 2nd Double ???? with a Maximum ???? pic.twitter.com/aI21CyAdYn
— BCCI (@BCCI) November 15, 2019
বড় রানের লক্ষ্যে এগোচ্ছে ভারত। মায়াঙ্কের সঙ্গে খেলছেন রাহানে। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চের বিরতিতে ৩৮ রানের লিড নিল ভারত। হাতে রয়েছে সাত উইকেট। গতকাল ম্যাচের প্রথম দিন বাংলাদেশকে ১৫০ রানে অলআউট করে দিয়েছিল ভারত। দ্বিতীয় দিনে ১ উইকেটে ৮৬ রান নিয়ে খেলতে নামেন দুই অপরাজিত ব্যাটসম্যান মায়াঙ্ক অগ্রবাল ও চেতেশ্বর পূজারা। টেস্ট কেরিয়ারের ২৩ তম অর্ধশতরান পূর্ণ করে নেন পূজারা। এরপরেই ছন্দপতন। আবু জায়েদের বলে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ তুলে আউট হন পূজারা। তিনি করেন ৫৪ রান। মায়াঙ্ক ও পূজারার দ্বিতীয় উইকেট জুটিতে ৯১ রান যোগ হয়। মায়াঙ্ক বাউন্ডারি মেরে হাফসেঞ্চুরিতে পৌঁছে যান। এরপরই জায়েদ ফের আঘাত হানেন। তুলে নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে। আম্পায়ার প্রমথে এলবিডব্লু-র আবেদনে সাড়া দেননি। বাংলাদেশের অধিনায়ক মমিনুল হক রিভিউ নেন। রিভিউর পর কোহলিকে আউট ঘোষণা করা হয়। তিনি দুই বল খেলে আউট হন। শূন্য রানে আউট হন তিনি। ১১৯ রানে তৃতীয় উইকেট হারায় ভারত।এরপর অবশ্য আর কোনও উইকেট হারায়নি ভারত। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে মধ্যাহ্নভোজের পর্যন্ত ৬৯ রান যোগ হয়েছে। লাঞ্চ পর্যন্ত ভারতের রান ৩ উইকেটে ১৮৮। শতরানের দোরগড়ায় মায়াঙ্ক। তিনি ৯১ রানে অপরাজিত। ৩৫ রানে অপরাজিত আজিঙ্কা রাহানে। এরইমধ্যে ১৬ তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৪০০০ রান পূর্ণ করেছেন রাহানে।What a moment this for @mayankcricket. The celebration says it all ???????? pic.twitter.com/ucc7YycAeM
— BCCI (@BCCI) November 15, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement