এক্সপ্লোর
বিশ্বকাপ হকি: বেলজিয়াম দক্ষিণ আফ্রিকাকে হারাল ৫-১ গোলে
![বিশ্বকাপ হকি: বেলজিয়াম দক্ষিণ আফ্রিকাকে হারাল ৫-১ গোলে Men's Hockey World Cup 2018: Belgium keep India under pressure by beating South Africa 5-1 বিশ্বকাপ হকি: বেলজিয়াম দক্ষিণ আফ্রিকাকে হারাল ৫-১ গোলে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/12/09141320/hockey.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ভুবনেশ্বর: গতকাল বিশ্বকাপ হকির পুল সি-র প্রথম ম্যাচে বেলজিয়াম ৫-১ গোলে হারাল দক্ষিণ আফ্রিকাকে। তারা এত বড় ব্যবধানে জয় পাওয়ায় ভারতের পক্ষে তাদের ম্যাচ বেশি গোলে জেতা অত্যাবশ্যক হয়ে যায়। গতকালই পুলের দ্বিতীয় ম্যাচে কানাডাকে ১-৫ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গিয়েছে তারা।
বিশ্বের তিন নম্বর দল বেলজিয়াম জানত, কোয়ার্টার ফাইনালে সরাসরি যাওয়ার আশা জিইয়ে রাখতে গেলে দক্ষিণ আফ্রিকা ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে তাদের। তারা ৫ গোল দেওয়ায় ভারতের যে ৪ গোলের অ্যাডভান্টেজ ছিল তা মুছে যায়, এক জায়গায় পৌঁছে যায় ২ দল। ম্যাচের নায়ক আলেকজান্ডার হেনড্রিক্স, দুটি গোল করেন তিনি। এছাড়া সিমন গুগনার্ড ও লইক লুইপার্ট বেলজিয়ামে হয়ে প্রথমার্ধ্বে গোল করেন। দ্বিতীয়ার্ধ্বে গোল করে দলকে ৫-১-এ এগিয়ে দেন সেড্রিক সিলিয়ার।
দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই বার হয়ে গিয়েছে টুর্নামেন্ট থেকে।
কোয়ার্টার ফাইনালে যেতে হলে বেলজিয়াম ও কানাডাকে ক্রস ওভার ম্যাচ খেলতে হবে। কানাডা গোল পার্থক্যে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকার থেকে।
ভারত তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে ১৩ তারিখ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)