এক্সপ্লোর
Advertisement
বিশ্বকাপ হকি: কানাডার বিরুদ্ধে আজ জয় পেলে সোজাসুজি কোয়ার্টার ফাইনালে যাবে ভারত
ভুবনেশ্বর: বিশ্বকাপ হকির পুল সি-তে আজ ভারতের খেলা কানাডার বিরুদ্ধে। আজকের ম্যাচ জিতলে সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে যাবে টিম ইন্ডিয়া।
বিশ্বের পঞ্চম সেরা দল ভারত এই মুহূর্তে ২টি ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়ে পুল শীর্ষে রয়েছে। অলিম্পিকে রুপোজয়ী বেলজিয়ামেরও সংগ্রহ ৪ পয়েন্ট, তবে গোল পার্থক্যে ১ নম্বরে রয়েছে হরেন্দ্র সিংহের দল। পুল সি-র বাকি দুই দল কানাডা ও দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত ২টি ম্যাচ খেলে পেয়েছে ১ পয়েন্ট করে। যদিও গোল পার্থক্যে এগিয়ে রয়েছে কানাডা।
ভারত তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫-০ গোলে নাস্তানাবুদ করে, ২-২ ড্র করে বেলজিয়ামের বিরুদ্ধে। উল্টোদিকে কানাডা ১-২ গোলে হেরেছে বেলজিয়ামের বিরুদ্ধে, কোনওরকমে ১-১-এ ড্র করেছে দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ভারত এই মুহূর্তে অন্যান্য দলের থেকে ধারে ভারে এগিয়ে রইলেও পুলে এখনও যে কোনও সময় ঘটতে পারে অপ্রত্যাশিত কিছু। তাই আয়োজক দেশ অন্যদের কোনও সুযোগ না দিয়ে আজকের ম্যাচ জিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে যেতে চায়। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে যেতে হলে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল খেলবে অন্য পুলের দ্বিতীয় ও তৃতীয় দলের সঙ্গে ক্রস ওভার ম্যাচ।
শুধু রেকর্ড ও ফর্মের কথা মাথায় রাখলে আজ ভারতের অনায়াসে কানাডাকে হারানোর কথা। কিন্তু বৃহস্পতিবারই বিশ্বের ২০ নম্বর ফ্রান্স অলিম্পিকজয়ী আর্জেন্তিনাকে পুল এ-র ম্যাচে হারিয়ে দিয়েছে। ফলে এটা বলাই যায়, আধুনিক হকি দুনিয়ায় যে কোনও সময় যা কিছু ঘটতে পারে। বিশেষ করে শেষ কয়েক বছরে দুর্দান্ত উন্নতি করেছে কানাডা হকি দল। বিশেষ করে বেলজিয়ামের মত দল তাদের ডিফেন্স ভাঙতে যেভাবে হিমশিম খায়, তাতেই তা পরিষ্কার।
পুল সি-র অন্য ম্যাচে আজ বেলজিয়াম খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement