এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
বিশ্বকাপ হকি: টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে ড্র করল মালয়েশিয়া ও পাকিস্তান
ভুবনেশ্বর: টিকে থাকার জন্য দুই দলই মরিয়া ছিল। শেষমেষ ড্র করে কোনওক্রমে টুর্নামেন্টে ভেসে রইল দু’পক্ষই। ভুবনেশ্বরে বিশ্বকাপ হকির পুল ডি-র ম্যাচে পাকিস্তান ও মালয়েশিয়ার ম্যাচ গতকাল ১-১ গোলে ড্র হয়েছে।
বিশ্বের ১২ নম্বর দল মালয়েশিয়া ও ১৩ নম্বর পাকিস্তানের মধ্যে লড়াইতে দীর্ঘ সময় কোনও গোল হয়নি। শেষমেষ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানই গোল দিয়ে এগিয়ে যায়। ৫১তম মিনিটে গোল করেন মহম্মদ আতিক। অবশ্য মিনিটচারেকের মধ্যেই সমতা ফেরায় মালয়েশিয়া, ফয়জল সারি গোল করেন পেনাল্টি কর্নার থেকে।
এই ড্রয়ের অর্থ, দু’দলই নক আউট রাউন্ডে যাওয়ার লড়াইতে টিকে রইল। দুটি ম্যাচ খেলে দু’দলেরই সংগ্রহ ১ পয়েন্ট। পুল ডি –তে এক নম্বরে রয়েছে জার্মানি, তাদের পরে নেদারল্যান্ডস ও পাকিস্তান। মালয়েশিয়া গোল পার্থক্যে সকলের শেষে রয়েছে।
পাকিস্তান তাদের প্রথম ম্যাচ জার্মানির কাছে ১ গোলে হেরেছে, মালয়েশিয়া ০-৭-এ হেরেছে নেদারল্যান্ডসের কাছে।
৯ তারিখ পাকিস্তান খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে, মালয়েশিয়াকে সেদিনই জার্মানির মুখোমুখি হতে হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
বিজ্ঞান
Advertisement