এক্সপ্লোর
Advertisement
কোপা আমেরিকা ফাইনাল: 'রিপ্লে' ম্যাচে ইতিহাস বদলাতে মরিয়া মেসিবাহিনী
নিউইয়র্ক: সোমবার শতবার্ষিকী কোপার ফাইনালে মুখোমুখি চিলি-আর্জেন্তিনা৷ ২৩ বছরের খরা কাটিয়ে দেশকে ট্রফি দিতে মুখিয়ে রয়েছেন লিওনেল মেসি৷ তৈরি ভিদাল-ভার্গাসরাও৷
এক ফুটবল-শিল্পী৷ যাঁর ইন্দ্রজালে মোহাবিষ্ট গোটা পৃথিবী৷ তর্কাতীতভাবে এই প্রজন্মের অন্যতম সেরা বল-প্লেয়ার৷ পাঁচবার মুঠোয় ব্যালন ডি’অর৷ পায়ের নীচে পৃথিবী৷ তবুও, কোথাও অভিমান৷ ক্ষোভ৷ ২৩ বছরের না-পাওয়া৷ দেশের জার্সিতে কোনও বড় টুর্নামেন্ট জিততে না পারার হতাশা৷ শেষ ল্যাপে পৌঁছেও আটকে যাওয়া বারবার৷ সোমবারের ভোর হবে কি তাঁর শাপমুক্তির সকাল? লিওনেল মেসি?
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের কাউন্টডাউন৷ সোমবার কোপা ফাইনালে ক্ল্যাশ অফ দ্য টাইটান্স৷ চিলি বনাম আর্জেন্তিনা৷ গতবারের ফাইনালের রিপ্লে৷ গতবার টাইব্রেকারে হার চিলির কাছে৷ বিশ্বকাপের ফাইনালে আটকে যাওয়া জার্মান মেশিনের কাছে৷ ইতিহাস কি বদলাবেন মেসি? পরিসংখ্যান কিন্তু তাঁর পাশেই৷
আর্জেন্তিনা-চিলি মুখোমুখি হয়েছে মোট ৮৪ বার৷ ৫৫ বারই জয় অ্যালবিসেলেস্তের৷ চিলি জিতেছে ৬ টি ম্যাচ৷ ড্র বাকি ২৩ টি৷
ফাইনালের আগে চোট-আঘাত সমস্যাও কিন্তু চিন্তায় ফেলেছে টাটা মার্টিনোকে৷ দি মারিয়ার পর কনুইয়ে চোট নিয়ে মাঠ ছেড়েছেন লাভেজ্জিও৷ সেক্ষেত্রে প্রথম থেকেই নামতে পারেন ল্যামেলা ও অ্যাগুয়েরো৷ তবে, এত চোট-চিন্তার মধ্যেও ভরসা জোগাচ্ছেন একটাই নাম৷ কোপাকে সম্মোহিত করে রেখেছেন হ্যামলিনের যে বাঁশিওয়ালা৷
চিলির কিন্তু, চোট-আঘাত জনিত সমস্যা নেই৷ দুরন্ত ছন্দে ভিদাল, ভার্গাস, স্যাঞ্চেজরা৷ তবুও, লা রোখাদের অস্বস্তির কারণ যে ওই একজনই৷ যাঁর জাদুমন্ত্র একাই শুষে নিতে পারে চিলির ঝাঁঝ৷ এখন শুধু অপেক্ষার প্রহর৷ ইতিহাস কি বদলাবে তাঁর হাত ধরে৷ শতবর্ষের কোপার রঙ হবে কি নীল-সাদা? ফাইনালে কি দেখা যাবে মেসি-ম্যাজিক? অপেক্ষায় ফুটবল-গ্রহ৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement