এক্সপ্লোর
Advertisement
MI vs DC, IPL Match Preview: আজ প্রথম কোয়ালিফায়ারে মুম্বই-দিল্লি লড়াই, দলকে ফাইনালে তুলতে তৈরি রোহিত-শ্রেয়স
আজ যে দল জিতবে, তারা ফাইনালে পৌঁছে যাবে। তবে যে দল হারবে, তারাও ছিটকে যাচ্ছে না।
দুবাই: আজ থেকে শুরু এবারের আইপিএল-এর প্লে-অফের লড়াই। আজ কোয়ালিফায়ার-১-এ মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। চলতি আইপিএল-এ লিগ পর্যায়ে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এক নম্বরে ছিল মুম্বই। অন্যদিকে, ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে দিল্লি। তার ফলে সুবিধাজনক জায়গায় এই দুই দল। আজ যে দল জিতবে, তারা ফাইনালে পৌঁছে যাবে। তবে যে দল হারবে, তারাও ছিটকে যাচ্ছে না। তারা আরও একটি সুযোগ পাবে। এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে যে দল জিতবে, তাদের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে নামবে আজ হেরে যাওয়া দল। ফলে আইপিএল-এর শেষ পর্যায়েও টানটান উত্তেজনা অব্যাহত।
লিগ পর্যায়ের শেষ ম্যাচে হায়দরাবাদের কাছে হেরে গিয়েছে মুম্বই। তবে তার আগেই রোহিত শর্মার দলের পয়েন্ট তালিকার শীর্ষে থেকে কোয়ালিফায়ারে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল। ফলে শেষ ম্যাচটির কোনও গুরুত্ব অন্তত মুম্বইয়ের কাছে ছিল না। তবে হায়দরাবাদ ম্যাচটি জিতে যাওয়ায় চতুর্থ দল হিসেবে কোয়ালিফায়ারে যাওয়া নিশ্চিত করে।
আজ অবশ্য সম্পূর্ণ নতুন লড়াই। গত ম্যাচে দলের দুই সেরা বোলার জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্টকে বিশ্রাম দিয়েছিল মুম্বই। আজ অবশ্য এই দুই পেসারই খেলবেন বলে আশা করা যায়। চোট সারিয়ে গত ম্যাচে মাঠে ফেরেন রোহিত। আজও তাঁর খেলার সম্ভাবনা উজ্জ্বল। তাঁদের সঙ্গে আছেন জেমস প্যাটিনসন, নাথান কুল্টার-নাইল, রাহুল চাহার, ক্রুণাল পাণ্ড্য।
মুম্বইয়ের ব্যাটিং লাইনআপও যথেষ্ট শক্তিশালী। অধিনায়কই দলের সেরা অস্ত্র। তাঁর পাশাপাশি কাইরন পোলার্ড, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, সৌরভ তিওয়ারিও ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন।
উল্টোদিকে, দিল্লির দলও যথেষ্ট শক্তিশালী। ব্যাটিং বিভাগে ভরসা অধিনায়ক শ্রেয়স আয়ার, শিখর ধবন, ঋষভ পন্থ, অজিঙ্কা রাহানে, শিমরন হেটমায়ার, মার্কাস স্টোইনিসরা। বোলিং বিভাগে ভরসা কাগিসো রাবাডা, অ্যানরিক নর্তিয়ে, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেলরা।
ফলে আজ কোনও দলের পক্ষেই লড়াইটা সহজ হবে না। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement