MI vs GT, IPL 2023 Live: রশিদের লড়াকু অর্ধশতরান, তবুও মুম্বইয়ের বিরুদ্ধে হার গুজরাতের
IPL 2023, Match 53, MI vs GT: একদা ওয়াংখেড়েই ছিল তাঁর কর্মক্ষেত্র, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একের পর এক ম্যাচ জিতিয়েছেন। কিন্তু সেইসব দিন এখন অতীত। বর্তমানে হার্দিক পাণ্ড্য গুজরাত টাইটান্সের অধিনায়ক।
LIVE
Background
মুম্বই: দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিজেদের বিগত তিন ম্যাচেই ২০০-র অধিক রান তাড়া করে ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রোহিত বাহিনী বেশ ভাল ছন্দেও রয়েছে। সেই ফর্ম নিয়ে প্লে-অফের দিকে আরও একধাপ এগনোর লক্ষ্যে আজ গুজরাত টাইটান্সের মুখোমুখি হচ্ছে পল্টনরা। অপরদিকে, লিগ শীর্ষে থাকা গুজরাত টাইটান্স (Gujarat Titans) এই ম্যাচে জিতলেই আবার আইপিএলের লিগ তালিকায় প্রথম দুই স্থানে থাকা পাকা করে ফেলবে। গুজরাত আবার নিজেদের শেষ তিন ম্যাচে প্রতিপক্ষকে ১৩০, ১১৮ ও ১৭১ রানে আটকে রাখতে সক্ষম হয়েছে। তাই মুম্বইয়ের ব্যাটার বনাম গুজরাতের বোলারদের এক হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে।
একদা ওয়াংখেড়েই ছিল তাঁর কর্মক্ষেত্র, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একের পর এক ম্যাচ জিতিয়েছেন। কিন্তু সেইসব দিন এখন অতীত। বর্তমানে হার্দিক পাণ্ড্য গুজরাত টাইটান্সের অধিনায়ক। ইতিমধ্যেই অধিনায়ক হিসাবে একটি আইপিএল জিতে নিয়েছেন হার্দিক। আজ নিজের সেই পুরনো দলের বিরুদ্ধেই মাঠে নামতে চলেছেন তিনি। ইতিমধ্যেই আট ম্যাচ জিতে প্লে-অফের স্থান কার্যত পাকা করে ফেলেছে গুজরাত টাইটান্স। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সকে নিজেদের তিন ম্যাচের মধ্যে অন্তত দুইটি ম্যাচ জিততে হবে। মুম্বই অধিনায়ক রোহিত শর্মার ব্যাট হাতে ফর্মও নেই। তাই একদিকে যেখানে ভারতীয় দলের অধিনায়ক বনাম সহ-অধিনায়কের লড়াইয়ের দিকে নজর থাকবে, তেমনই নজর থাকবে ব্য়াটার রোহিতের দিকেও। এই লড়াইয়ে শেষ হাসি কে হাসেন, এখন সেটাই দেখার।
MI vs GT Live: ২৭ রানে গুজরাতকে হারিয়ে দিল মুম্বই
রশিদের ঝোড়ো অর্ধশতরান বিফলে। ২৭ রান গুজরাতকে হারিয়ে দিল মুম্বই।
শেষ ওভারে গুজরাতের চাই ৪৮ রান
শেষ ওভারে ৪৮ রান দরকার গুজরাতের ম্যাচ জিততে।
MI vs GT Live: হাফ সেঞ্চুরি রশিদের
অর্ধশতরান হাঁকালেন রশিদ খান। ২১ বলে পূরণ করলেন নিজের হাঁফ সেঞ্চুরি।
MI vs GT Live: গুজরাতের স্কোর ১৭ ওভারে ১৫১/৮
১৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫১ রান বোর্ডে তুলে নিল গুজরাত টাইটান্স।
MI vs GT Live: ১৩ ওভারের শেষে গুজরাতের স্কোর ১০৩/৭
২৬ বলে ৪১ রান করে ফিরলেন ডেভিড মিলার। ১৩ বলে ১৪ রান করে ফিরলেন রাহুল তেওয়াটিয়া। ১৩ ওভারের শেষে গুজরাতের স্কোর ১০৩/৭।