MI vs RCB, IPL 2023 Live: ডুপ্লেসি-ম্যাক্সওয়েলের জবাবে অর্ধশতরান হাঁকিয়ে মুম্বইকে ৬ উইকেটে জেতালেন সূর্য-নেহাল
IPL 2023, Match 54, MI vs RCB: দুই দলের গত সাক্ষাৎকারে বিরাট কোহলির ৮২ ও ডুপ্লেসির ৭৩ রানে ভর করে আট উইকেটে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল আরসিবি।
LIVE

Background
MI vs RCB Live Score: দুরন্ত জয়
সূর্যকুমারের ঝোড়ো ৮৩ রানের ইনিংস ও নেহাল ওয়াদেরার ৫২ রানের ইনিংসে ২১ বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
MI vs RCB Live: তড়তড়িয়ে এগচ্ছে মুম্বই
২০০ রান তাড়া করতে নেমে তড়তড়িয়ে এগচ্ছে মুম্বই ইনিংস। একই ওভারে দুই ওপেনারকে হারালেও পল্টনদের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন সূর্যকুমার ও নেহাল ওয়াদেরা। ১১ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১১৪/২। মুম্বইয়ের জয়ের জন্য ৫৪ বলে ৮৫ রান প্রয়োজন।
MI vs RCB Live Score: মোড় ঘোরানো ওভার
দুর্দান্ত ছন্দে ব্যাট করছিলেন মুম্বইয়ের ওপেনাররা। কিন্তু বল হাতে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। প্রথমে ৪২ রানে ঈশান কিষাণকে ফেরান তিনি, পরে একই ওভারে রোহিত শর্মাকেও ৭ রানে ফেরালেন হাসারাঙ্গাই। ৫ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৫২/২।
MI vs RCB Live: দু'শো হল না
ডুপ্লেসি ও ফাফের শতরানের পার্টনারশিপের পর দীনেশ কার্তিকের আগ্রাসী ব্যাটিংয়েও দু'শো রানের গণ্ডি পার করতে পারল না আরসিবি। নির্ধারিত ২০ ওভারে ১৯৯/৬ তুলল ফাফের দল।
MI vs RCB Live Score: দুরন্ত ইনিংসের সমাপ্তি
ডুপ্লেসির ৬৫ রানের দুরন্ত ইনিংস অবশেষে সমাপ্ত হল। ক্যামেরন গ্রিনের বলে ৬৫ রানে সাজঘরে ফিরলেন ডুপ্লেসি। আরসিবির হয়ে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে কেদার যাদব মাঠে নামলেন। ১৫ ওভার শেষে আইপিএলের স্কোর ১৫২/৫।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
