এক্সপ্লোর
MI vs RR Final Score: ১৩৬ অলআউট রাজস্থান, ৫৭ রানে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে মুম্বই
আইপিএল-এ টানা চার ম্যাচে মুম্বইকে হারিয়েছে রাজস্থান।

Background
আবু ধাবি: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। আইপিএল-এ ২০১৫ থেকে রাজস্থানকে হারাতে পারেনি মুম্বই। ২০১৬ ও ২০১৭ মরসুমে সাসপেন্ড ছিল রাজস্থান। ২০১৮ মরসুমে প্রত্যাবর্তনের পর থেকে টানা চারবার মুম্বইকে হারিয়ে দিয়েছে স্টিভ স্মিথের দল। ফলে আজ বদলা নেওয়ার লড়াই রোহিতদের। তাঁদের দলে কোনও বদল হয়নি। অন্যদিকে, রাজস্থান দলে তিনটি বদল হয়েছে। খেলছেন অঙ্কিত রাজপুত, যশস্বী জয়সোয়াল ও কার্তিক ত্যাগী। বাদ পড়েছেন রবিন উথাপ্পা, রিয়ান পরাগ ও জয়দেব উনাদকাট।
23:21 PM (IST) • 06 Oct 2020
মুম্বইয়ের হয়ে অসাধারণ বোলিং করেন জসপ্রীত বুমরাহ। এই ডানহাতি পেসার ৪ ওভার বোলিং করে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন। ট্রেন্ট বোল্ট ও জেমস প্যাটিনসন দু’টি করে উইকেট নেন। রাহুল চাহার ও কাইরন পোলার্ড একটি করে উইকেট নেন।
23:19 PM (IST) • 06 Oct 2020
মুম্বই ইন্ডিয়ান্সের ৪ উইকেটে ১৯৩ রানের জবাবে ১৮.১ ওভারে ১৩৬ রানে অলআউট হয়ে গেল রাজস্থান রয়্যালস। লড়াই করলেন একমাত্র জোশ বাটলার। তিনি ৪৪ বলে ৭০ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা। তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন রাজস্থানের সামান্য হলেও জয়ের আশা ছিল। কিন্তু তিনি ফিরে যাওয়ার পরেই মুম্বইয়ের জয় নিশ্চিত হয়ে যায়।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update






















