MI vs SRH, IPL 2023 Live: চাপের মুখে অনবদ্য অর্জুন, সানরাইজার্সকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করল মুম্বই
IPL 2023, Match 25, MI vs SRH: এখনও পর্যন্ত এই দুই দলের ১৯ টি ম্যাচে ১০ বার জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তার মধ্য়ে একটি ম্যাচ সুপার ওভারে খেলা হয়েছিল। বাকি ৯টি ম্যাচ জিতেছে সানরাইজার্স।
LIVE
Background
হায়দরাবাদ: আজ আইপিএলে আরও একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরস্পর মুখোমুখি হতে চলেছেন সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। ২ দলই তাদের শেষ ২টো ম্য়াচ জিতে এসেছে। এইডেন মারক্রামের নেতৃত্বে হায়দরাবাদ শিবির পাঞ্জাব কিংস ও কেকেআরের বিরুদ্ধে তাঁদের শেষ ২ ম্যাচে জয় পেয়েছে। অন্যদিকে মুম্বই তাঁদের শেষ ২ ম্যাচে দিল্লি ও কেকেআরের বিরুদ্ধে জয় পেয়েছে। অথচ দুটো দলই টুর্নামেন্টের শুরুটা একদমই ভাল করতে পারেনি। এই পরিস্থিতিতে আজকের ম্যাচে জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্য়ে নামবে ২ দলই।
রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। তারা মোট ৫ বার খেতাব জিতেছে। অন্য়দিকে সানরাইজার্স ডেকান চার্জার্স নামে একবার ও সানরাইজার্স নামকরণের পর একবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। নতুন অধিনায়ক এইডেন মারক্রামের নেতৃত্বে এবার খেলছে কমলা বাহিনী। সানরাইজার্স দলের স্পিনার ময়ঙ্ক মার্কাণ্ডে এর আগে মুম্বইয়ের জার্সিতে আইপিএলে খেলেছেন। এবার তার পুরনো দলের বিরুদ্ধে খেলতে নামবেন এই তরুণ স্পিনার। এখনও পর্যন্ত ২ দল মোট ১৯ বার মুখোমুখি হয়েছিল। তার মধ্যে ১০ বার জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তার মধ্য়ে একটি ম্যাচ সুপার ওভারে খেলা হয়েছিল। অন্যদিকে বাকি ৯টি ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ শিবির। গত বছর ওয়াংখেড়েতে শেষবারের সাক্ষাতে ৩ রানে জয় ছিনিয়ে নিয়েছিল হায়দরাবাদ শিবির। শেষ পাঁচবারের সাক্ষাতে মুম্বই অবশ্য এগিয়ে রয়েছে। তারা মােট ৩ বার জয় পেয়েছে।
আজকের ম্য়াচটি সানরাইজার্স হায়দরাবাদের জন্য হোম ম্য়াচ। নিজেদের ঘরের মাঠ রাজীব গাঁধী ইন্টারন্য়াশনার স্টেডিয়ামে খেলা হবে। এই মাঠে মোট ৭ বার দুটো দল মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৪ বার জয় ছিনিয়ে নিয়েছে সানরাইজার্স। ৩ বার জিতেছে মুম্বই শিবির। ২০১৯ সালে এই মাঠে ২ দলের শেষ সাক্ষাতে মুম্বই ৪০ রানে হারিয়ে দিয়েছিল হায়দরাবাদকে। মারক্রামের দল এখনও পর্যন্ত তাঁদের ঘরের মাঠে মোট ৪৬টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ৩১টি ম্যাচ জিতেছে ও ১৫টি ম্যাচে হারের সম্মুখিন হতে হয়েছে তাদের।
MI vs SRH Live: অনবদ্য অর্জুন
শেষ ওভারে ২০ রান ডিফেন্ড করতে নেমে দুরন্ত বোলিং করলেন সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর। মাত্র ৫ রান খরচ করে একটি উইকেটও নেন তিনি। এটাই তাঁর প্রথম আইপিএল উইকেট। ১৭৮ রানেই সানরাইজার্স অল আউট হয়ে গেল। ১৪ রানে জিতল মুম্বই ইন্ডিয়ান্স।
MI vs SRH Live Score: টানটান উত্তেজনা
১৮ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ১৬৯/৮। জয়ের জন্য় শেষ দুই ওভারে সানরাইজার্সকে আরও ২৪ রান করতে হবে। ম্যাচের শেষটা একেবারে রোমহর্ষক হতে চলেছে।
MI vs SRH Live: মোড় ঘোরানো সাফল্য
হেনরিখ ক্লাসেন ও ময়ঙ্ক আগরওয়াল সানরাইজার্সকে দুরন্তভাবে ম্যাচে লড়াইয়ে ফিরিয়ে আনেন। তবে ক্লাসেন ৩৬ রানে সাজঘরে ফেরান পীযূষ চাওলা ও ময়ঙ্ককে ৪৮ রানে ফেরান রাইলি মেরিডিথ। এই দুই উইকেটে ফের একবার ম্যাচের রাশ মুম্বইয়ের হাতে। ১৫ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ১৩৩/৬। জয়ের জন্য ৫ ওভারে আরও ৬০ রানের প্রয়োজন।
MI vs SRH Live Score: শতরানের গণ্ডি পার
১৩ ওভার শেষে শতরানের গণ্ডি পার করল সানরাইজার্স হায়দরাবাদ। ময়ঙ্ক ৪৫ রান ও হেনরিখ ক্লাসেন ১৬ রানে ব্যাট করছেন। সানরাইজার্সের স্কোর ১০৬/৪।
MI vs SRH Live: চাপে সানরাইজার্স
পরপর দুই ওভারে এইডেন মারক্রাম (২২ রান) ও অভিষেক শর্মাকে (১) যথাক্রমে ক্যামেরন গ্রিন ও পীযূষ চাওলা সাজঘরে ফেরান। ১০ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ৭৬/৪। শেষ ১০ ওভারে সানরাইজার্সের জয়ের জন্য আরও ১১৭ রানের প্রয়োজন।