এক্সপ্লোর
বিরাট, চানুর চেয়ে বেশি পয়েন্ট আমার! সওয়াল করে রাজীব গাঁধী খেলরত্ন না পাওয়ায় রাঠোরকে ক্ষোভ কুস্তিগীর বজরঙের, আদালতে যাওয়ার হুঁশিয়ারি
নয়াদিল্লি: রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কার না পেয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠোরের সঙ্গে দেখা করে ক্ষোভ জানালেন বজরং পুনিয়া। তারকা কুস্তিগীর বলেছেন, আজ মন্ত্রীর সঙ্গে দেখা করব ঠিক করেছিলাম। গতকাল সন্ধ্যায় ফোন পাই। বৈঠকের জন্য দেখা করতে বলা হয়। মন্ত্রীর কাছে কেন খেলরত্নর জন্য আমায় বিবেচনা করা হল না, জানতে চাই। উনি বলেন, আমার পর্যাপ্ত পয়েন্ট নেই, যা ভুল কথা। মনোনীত দুজন বিরাট কোহলি, মীরাবাঈ চানুর চেয়ে বেশি পয়েন্ট আমার! তাঁর বক্তব্য বিবেচনা করা হবে, এই আশ্বাস পেয়েছেন বলে দাবি করেন ২৪ বছর বয়সি বজরং।
আজ মন্ত্রীর কাছে তাঁর সঙ্গে গিয়েছিলেন ওলিম্পিক মেডেলধারী তথা তাঁর গুরু যোগেশ্বর দত্তও।
পরে মিডিয়াকে বজরং বলেন, আমার প্রতি অবিচার হয়েছে, ন্যায়বিচার চাই। মন্ত্রী বলেছেন, আমার কথা ভেবে দেখবেন। তবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগে সময় আর বাকি নেই। সরকারের বার্তার জন্য সন্ধ্যা পর্যন্ত দেখব। ইতিবাচক জবাব না পেলে কাল আদালতে যাব।
গোল্ড কোস্ট, জাকার্তায় সোনার পাশাপাশি ২০১৪-র কমনওয়েলথ, এশিয়াডে রূপোও জিতেছিলেন তিনি। ২০১৩-য় বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেলও পেয়েছিলেন বজরং। কিন্তু পুরস্কার প্রদানের ক্ষেত্রে পয়েন্ট সিস্টেম যেহেতু ২০১৪–য় চালু হয়, তাই সেই খেতাব বিবেচনাতেই আসেনি।
তাছাড়া সিলেকশন কমিটির বিচার্য মাপকাঠি বা টার্মস অব রেফারেন্স অনুযায়ী, তারা খেলাধূলার যে কোনও ক্ষেত্রে সর্বোচ্চ নম্বর বা পয়েন্টপ্রাপকের নাম রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কারের জন্য যান্ত্রিক ভাবে সুপারিশ নাও করতে পারে। কিন্তু একটি নির্দিষ্ট খেলার ক্ষেত্রে শুধুমাত্র সবচেয়ে বেশি গড় নম্বরধারীর নামই এই পুরস্কারের জন্য সুপারিশ করা হবে।
শেষ মূহূর্তে তালিকায় ক্রীড়ামন্ত্রীর নতুন নাম ঢোকানোর সম্ভাবনা নেই বলে জানিয়েছে ক্রীড়ামন্ত্রকের একটি সূত্র। তারা বলেছে, মন্ত্রী বজরং-এর সঙ্গে দেখা করেছেন, তাঁর অসন্তোষের কারণ জানতে চেয়েছেন। কেন তাঁকে বিবেচনা করা হয়নি, সেটা বজরংকে বুঝিয়েছেন। যদিও বজরংকে বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন, কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
প্রসঙ্গত, এশিয়ান গেমস চলার জন্য একইদিনে পড়ে যাবে বলে চিরাচরিত প্রথা ভেঙে এবার জাতীয় ক্রীড়া পুরস্কার মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী ২৯ আগস্টের পরিবর্তে দেওয়া হচ্ছে ২৫ সেপ্টেম্বর।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement