এক্সপ্লোর
ঘামে ভেজা পোশাক নিয়ে কটাক্ষ, মুখের মতো জবাব মিতালি রাজের

নয়াদিল্লি: মিতালি রাজ মানে দক্ষতা, ধৈর্য্য ও পারফরম্যান্সের মিশেল। মিতালি রাজ ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। কিছুদিন আগেই মেয়েদের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল মিতালির দল। অসাধারণ ক্রীড়া নৈপুন্য, খেলোয়াড়োচিত মানসিকতা ও দায়িত্ববোধের জন্য পরিচিত মিতালি। অথচ ইন্টারনেটে এক শ্রেণীর লোক ওই গুণাবলী না দেখে খুঁট ধরতেই ব্যস্ত। তবে কোনও বেমাক্কা প্রশ্নের সম্মুখীন হতে হলে সপাটে জবাব দিতেও পিছপা হন না তিনি। কিছুদিন আগেই তাঁর পছন্দের পুরুষ ক্রিকেটার কে জানতে চাওয়া হলে মুখের মতো জবাব শুনিয়ে দিয়েছিলেন মিতালি। বলেছিলেন, একজন পুরুষ ক্রিকেটারকে কি এ ধরনের প্রশ্ন করতে পারেন? এবার সোশ্যাল মিডিয়ায় নিজের একটা প্রোমোশনাল ইভেন্টের ছবি পোস্ট করেছিলেন মিতালি।
সেই ছবিতে পোশাকের একটা অংশ ঘামে ভেজা ছিল। তাই দেখে একজন মিতালিকে কটাক্ষ করার চেষ্টা করেন।What a momentous day today was, standing with these special women!!@MabenMaben @AlNooshin @vedakmurthy08 pic.twitter.com/EsNwRN2G7N
— Mithali Raj (@M_Raj03) August 20, 2017
sorry Smt Captain, hahaha odd looking. the fasina wet - Ashim Das Choudhury (@ashimdchoudhury) August 20, 2017এর উত্তরে মিতালি যা বলেছেন, তা অসাধারণ। মিতালির ট্যুইট, মাঠে ঘাম ঝরিয়েই আজ আমি এখানে পৌঁছেছি। আমি লজ্জিত হওয়ার কোনও কারনই দেখছি না। একটা ক্রিকেট অকাদেমির উদ্বোধনের জন্য আমি মাঠে ছিলাম।
I m where I m because I sweated it out on d field! I see no reason 2 b ashamed f it, when I'm on d ground inaugerating a cricket academy. https://t.co/lC5BOMf7o2 — Mithali Raj (@M_Raj03) August 20, 2017
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















