সিন্ধুকে অভিনন্দন মোদী, সচিন, সহবাগদের
Congratulations to @Pvsindhu1 on emerging victorious in the Korea Open Super Series. India is immensely proud of her accomplishment: PM
— PMO India (@PMOIndia) September 17, 2017
আজ জাপানের নোজোমি ওকুহারাকে তিন গেমের উত্তেজক লড়াইয়ে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের বদলা নিয়েছেন সিন্ধু। তিনি তৃতীয় সুপার সিরিজ খেতাব জিতেছেন। এই সাফল্যের জন্য ট্যুইট করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিন লিখেছেন, সিন্ধুর জন্য ভারত গর্বিত।
You tried, you failed, you believed & in the end you are an inspiration for the nation! A victory like none other. Congrats, @Pvsindhu1! ???? pic.twitter.com/OA2j0FnDwa
— sachin tendulkar (@sachin_rt) September 17, 2017
সচিন ট্যুইটে লিখেছেন, সিন্ধু গোটা দেশের অনুপ্রেরণা। সহবাগ একধাপ এগিয়ে সিন্ধুকে কিংবদন্তী আখ্যা দিয়েছেন। হায়দরবাদি শাটলারকে অভিনন্দন জানিয়ে এই শহরেরই প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ ট্যুইটারে লিখেছেন, সিন্ধুর সঙ্গে ওকুহারার ম্যাচ দেখতে দেখতে মনে হচ্ছিল, দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা চলছে। সিন্ধুকে অভিনন্দন।
At 22 Pusarla Venkata Sindhu is a legend. What a player ! Congratulations on this stunning finals win.Most breathtaking badminton @Pvsindhu1 pic.twitter.com/qIrwaMbk37
— Virender Sehwag (@virendersehwag) September 17, 2017
প্রথম ভারতীয় হিসেবে আজ কোরিয়া ওপেন সুপার সিরিজ জিতেছেন সিন্ধু। এজন্য তাঁকে অভিনন্দন জানিয়ে বিজেন্দ্র ট্যুইটারে লিখেছেন, সিন্ধুর জন্য ভারত গর্বিত।
#SindhuVsOkuhara is turning out to be 1 of the great sporting rivalries.Many congrats to @Pvsindhu1 for an exceptional victory in the finals pic.twitter.com/QrkzMfTn7N
— VVS Laxman (@VVSLaxman281) September 17, 2017
She Believed She Could,So She Did. Congrats @Pvsindhu1 First Indian To Win #KoreaOpen
India Is Proud Of You ????#PVSindhu #Okuhara pic.twitter.com/VCMZOqP6vw
— Vijender Singh (@boxervijender) September 17, 2017