Mohammed Shami : 'রোজ এই খাবার না পেলে বলের গতি কমে যেতে পারে শামির', বলছেন তারকা পেসারের বন্ধুই !
T20 World Cup: চোট পাওয়ায় আইপিলএল ও টি২০ বিশ্বকাপে যোগ দিতে পারেননি শামি
নয়াদিল্লি : চোটের কারণে গত বছর নভেম্বর থেকে মাঠের বাইরে মহম্মদ শামি। গতবছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালই ভারতের হয়ে শেষ ম্যাচ ছিল তারকা পেসারের। সেই থেকে গোড়ালির চোটের সমস্য়ার সঙ্গে লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। চোট থাকা সত্ত্বেও, একদিনের বিশ্বকাপে খেলেছিলেন শামি। শুধু তা-ই নয়, টুর্নামেন্টে তিনি সর্বাধিক উইকেট সংগ্রহকারী ছিলেন। ৭ ম্যাচে ২৪টি উইকেট নেন তিনি।
চোট পাওয়ায় আইপিলএল ও টি২০ বিশ্বকাপে যোগ দিতে পারেননি শামি। কিন্তু, চোটমুক্ত হয়ে এবার পুনরায় ময়দানে ফেরার প্রস্তুতি শুরু করেছেন এই জোরে বোলার। সম্প্রতি এক সাক্ষাৎকারে বন্ধু উমেশ কুমার শামির ডায়েটের কথা শেয়ার করেছেন। শুধু তা-ই নয়, ভারতের এই জোরে বোলার যে কতটা মটন খেতে ভালবাসেন সেকথাও জানিয়েছেন।
শুভঙ্কর মিশ্রর ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে উমেশ বলেন, "শামি সবকিছু সহ্য করতে পারে, কিন্তু মটন ছাড়া থাকতে পারবে না। একদিনের জন্য এটা সহ্য করতে পারে, দ্বিতীয় দিনেই ওকে বিরক্ত দেখতে পাবেন। তৃতীয় দিনে মেজাজও হারিয়ে ফেলবে। ও (শামি) যদি রোজ এক কেজি করে মটন না খায়, তাহলে ওর বোলিংয়ের গতি ঘণ্টায় ১৫ কিলোমিটার করে কমে যাবে।"
৩৩ বছর বয়সি শামি দিনকয়েক আগেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বল হাতে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। সেই দেখে সমর্থকরা কিছুটা বুকে বল পান। নিজের সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে জিমে জোরকদমে কসরতও শুরু করে দিয়েছেন শামি। নিজের সোশ্যাল মিডিয়াতেই জিম সেশনের একটি ভিডিয়ো তিনি পোস্ট করেন। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, '(মাঠে) ফিরে আসার আমার ইচ্ছাই আমায় অনুপ্রেরণা জোগায়।'
মহম্মদ শামি গত বছরের বিশ্বকাপে অনবদ্য পারফর্ম করেন। মাত্র সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট নেন তিনি। দেশ বিশ্বকাপ না জিতলেও প্রথম ভারতীয় বোলার হিসাবে ৫০ ওভারের বিশ্বকাপে ৫০টি উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েন শামি। তবে সেই বিশ্বকাপে প্রবল চোট এবং ব্যথা নিয়েই খেলা চালিয়ে যান তারকা ফাস্ট বোলার। কিন্তু বিশ্বকাপের পর সেই চোটের জেরে আর মাঠে নামা হয়নি। বাধ্য হয়েই এ বছরের ফেব্রুয়ারিতে বিদেশে নিজের অ্যাকিলিস টেন্ডনে অস্ত্রোপ্রচার করান তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।