Mohun Bagan Super Giant: সেরা খেলা বার করে আনতে আরও সময় দরকার, AFC কাপ ম্যাচের আগে বলছেন বাগান কোচ
AFC Cup: শনিবার মরশুমের প্রথম ডার্বি হারতে হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant)। খানিকটা অপ্রত্যাশিতভাবেই।
কলকাতা: ডার্বি হারের ধাক্কা কাটিয়ে এএফসি কাপের (AFC Cup) প্রস্তুতিতে নেমে পড়তে হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টকে। বুধবার ম্যাচ নেপালের মাছিন্দ্রা এফসির বিরুদ্ধে। তার আগে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো সমর্থকদের কাছে সময় চেয়ে নিলেন।
শনিবার মরশুমের প্রথম ডার্বি হারতে হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant)। খানিকটা অপ্রত্যাশিতভাবেই। কারণ ছন্দের নিরিখে কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের শুরুতেও ইস্টবেঙ্গলের থেকে অনেকটাই এগিয়ে ছিল মোহনবাগান। কিন্তু ডার্বিতে সেই ছন্দ হারিয়েছে জুয়ান ফেরান্দোর দল। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১-০ গোলে হারতে হয়েছে ম্যাচ।
ডুরান্ড কাপের ডার্বির পরাজয় ভুলে এএফসি কাপের ম্যাচে ঘুরে দাঁড়াতে চান মোহনবাগান কোচ ফেরান্দো। নেপালের মাছিন্দ্রা এফসির বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসে মোহনবাগান হেড কোচ ফেরান্দো বলেছেন, 'আগের ম্যাচে কী হয়েছে তা মনে রাখতে চাই না। ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই। কারণ সামনেই আন্তর্জাতিক টুর্নামেন্ট। ফলে ম্যাচ কঠিন হবে। আরও অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। ডার্বি নিয়ে আমরা আর ফিরে তাকাচ্ছি না। এএফসি কাপ নিয়ে ভাবছি।'
পাশাপাশি ফেরান্দো মেনে নিয়েছেন, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে তাঁদের ভুল হয়েছে। ফেরান্দো বলেছেন, 'আমাদের মানতেই হবে গত ম্যাচে কোথায় একটা ভুল হয়েছিল। যে জন্য আমাদের হারতে হয়েছে। তবে গত ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এই আমরা এএফসি কাপে ভাল খেলতে চাই। মাছিন্দ্রা এফসি খুব ভাল দল। ফলে আমরা সেই ম্যাচ নিয়ে ভাবছি। আমাদের দলেও অনেক ভাল প্লেয়ার রয়েছে।' যোগ করেছেন, 'আমাদের সেরা খেলা বপার করে আনতে আরও একটু সময় লাগবে। আশা করছি সমর্থকেরা পাশে থাকবেন।'
এএফসি কাপে কতটা চাপ থাকবে? জুয়ান বলছেন, 'ক্লাবের কর্ণধার, কর্তাদের অবশ্যই প্রত্যাশা থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। কারণ তারা অনেক টাকা খরচ করে একটা দল গঠন করে। সবচেয়ে বড় কথা, গত বছর আমরা আইএসএল চ্যাম্পিয়ন হয়েছি, ফলে কর্ণধারদের যেমন প্রত্যাশা থাকবে, তেমনই সমর্থকদেরও থাকবে। তবে ম্যানেজমেন্ট থেকে এই রকম কোনও চাপ দেওয়া হয়নি আমাদের। ফলে আমরা চ্যাম্পিয়ন হব এই নিয়ে মাঠে নামছি না।'
আরও পড়ুন: পুলিশের প্রতিরোধ ভেঙে ২-১ গোলে জয়, কলকাতা লিগে গ্রুপ শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial