Mohun Bagan Supergiants: কলকাতা লিগে আর না খেলার সিদ্ধান্ত, কী বললেন মোহনবাগান সচিব?
Mohun Bagan Supergiants Update: পরের দুটো টুর্নামেন্টে ভাল পরিস্থিতিতেই রয়েছে সবুজ মেরুন বাহিনী। সুপার সিক্সে উঠে গিয়েছে ডুরান্ডে তারা।
কলকাতা: বড় সিদ্ধান্ত মোহনবাগান সুপারজায়ান্টস ক্লাবের। কলকাতা লিগে আর দল নামাবে না সবুজ মেরুন বাহিনী। ক্লাবের তরফে সচিব দেবাশিস দত্ত এদিন সাংবাদিক বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। এশিয়ান গেমস ও এফসি কাপের ক্য়াম্পের জন্য প্লেয়ার ছাড়তে হবে। ফলত দলের সিনিয়র অনেক ফুটবলারকেই পাওয়া যাবে না। তাই কলকাতা লিগে শুধুমাত্র জুনিয়র দল নামাতে চাইছে না মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষরা।
উল্লেখ্য, কলকাতা লিগে অনূর্ধ্ব ২৩ প্লেয়ার নিয়ে দল নামিয়েছে মোহনবাগান। সিনিয়র দলটি ডুরান্ডে খেলছে। এছাড়া এএফসি কাপে। পরের দুটো টুর্নামেন্টে ভাল পরিস্থিতিতেই রয়েছে সবুজ মেরুন বাহিনী। সুপার সিক্সে উঠে গিয়েছে ডুরান্ডে তারা। এই পরিস্থিতিতেও কেন এমন সিদ্ধান্ত? ক্লাব সচিব বলছেন, ''জাতীয় স্বার্থ সবার আগে। সুপার সিক্সের পরে আমরা সিনিয়র ফুটবলারদেরও খেলাতে পারতাম। মোহনবাগান সবসময় চ্যাম্পিয়নের জন্য মাঠে নামে, তাই কেন জুনিয়র দল দিয়ে সারা লিগ খেলব আমরা?'' দেবাশিস দত্ত আরও বলেন, ''আমাদের চারটে প্লেয়ার নেই, জাতীয় দলে চলে গিয়েছে। সুহেল ভাট, সুমিত রাঠি, হামতে সহ চারজন চলে গিয়েছে জাতীয় দলে। আমার বেঞ্চের শক্তি ভারতীয় শিবিরে চলে গেছে। মুম্বই প্লেয়ার ছাড়েনি। আমরা AIFF-এর সঙ্গে আছি। আমাদের সমস্যা আছে, তারমধ্যে থেকে লড়াই করতে হবে। ডুরান্ডের পর ৯ জন প্লেয়ার চলে যাবে। এরমধ্যে ৬ জন বিদেশি। ১০ জন প্লেয়ার নিয়ে কলকাতা লিগ খেলব! যতক্ষণ না প্লেয়ার ফিরছে ততক্ষণ কলকাতা লিগ খেলার প্রশ্ন নেই।''
এদিকে, রবিবার ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। মুম্বই বধের লক্ষ্যে নামার আগে বাগান শিবিরের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে দিমিত্রি পেত্রাতসের অনুশীলনে নেমে পড়া। চোখের সংক্রমণ সারিয়ে জোরকদমে প্রস্তুতি সেরেছেন পেত্রাতস।
আগের ম্যাচে স্পেনের ডিফেন্ডার হেক্টর ইউস্তে ভরসা জুগিয়েছেন সবুজ-মেরুন রক্ষণকে। গোল পেয়েছেন আক্রমণভাগের দুই স্তম্ভ জেসন কামিংস ও সাদিকু। বাগান কোচ ফেরান্দোও আত্মবিশ্বাসী। তবে সতর্কও। তিনি বলেছেন, 'চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য দল তৈরি করেছে মুম্বই সিটি। আমরা এএফসি কাপের জন্য। দুই দলের কাছেই এই ম্যাচটি ভাল প্রস্তুতি ম্যাচ হতে চলেছে। ওদের দুই উইং বেশ কার্যকরী। বিপিন, ছাংতে, মেহতাব, আকাশদের মতো ভারতীয় ফুটবলারের পাশাপাশি বিদেশি ফুটবলার স্টুয়ার্টও বেশ ভাল। আমরাও পরপর দুটি ম্যাচ খেলে কোয়ার্টার ফাইনালের জন্য প্রস্তুত। হাড্ডাহাড্ডি লড়াই হবে। জেতার জন্য যা করার করব। তবে মুম্বই প্রায় দশ দিন বিশ্রাম পেয়ে নামছে, আমরা তিন দিন পেয়েছি।'