এক্সপ্লোর
Advertisement
বেঙ্গালুরুর সঙ্গে ড্র মোহনবাগানের, ফেড কাপ সেমিফাইনালেই বড় ম্যাচ
কটক: ২০১০ সালের ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে এবারের ফেডারেশন কাপের সেমিফাইনালে। বেঙ্গালুরু এফসি-র সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রবিবার সেমিফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে সঞ্জয় সেনের দল। কটকে দু দলের শেষ সাক্ষাতে ভাসুমের একমাত্র গোলে জিতেছিল লাল-হলুদ। এবার সাম্প্রতিক ফর্মের বিচারে এগিয়ে সনি, জেজেরা। আই লিগের ফিরতি ডার্বিতে শিলিগুড়িতে জয় পেয়েছিল মোহনবাগান। সেই হারের বদলা নেওয়ার সুযোগ মেহতাব-রবিনদের সামনে। অন্যদিকে, মোহনবাগান ফের ডার্বি জেতার লক্ষ্যে মাঠে নামবে। ফলে নেতাজির শহরে জমজমাট ফুটবল যুদ্ধের অপেক্ষায় বাংলার ফুটবলপ্রেমীরা।
গ্রুপ বি-র প্রথম দুটি ম্যাচ জিতে আগেই শেষ চারে চলে গিয়েছিল মোহনবাগান। ফলে এই ম্যাচের বিশেষ গুরুত্ব ছিল না। তবে সেমিফাইনালে উঠতে হলে বেঙ্গালুরুকে এই ম্যাচে অন্তত ড্র করতেই হত। সেই লক্ষ্যেই খেলা শুরু করেন সুনীল ছেত্রীরা। ১১ মিনিটেই দুরন্ত গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দেন অলউইন জর্জ। পাঁচ মিনিট পরে ওয়াটসনের কর্নার থেকে সুনীলের হেড বারে লেগে ফিরে আসে। এরপরেই ধীরে ধীরে ম্যাচে ফেরে বাগান। ৫০ মিনিটে একক প্রয়াসে গোল করে ম্যাচে সমতা ফেরান সনি নর্দে। এরপর আর গোল হয়নি। ফলে গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ চারে আইজলের মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
মালদা
আজ ফোকাস-এ
Advertisement