EURO Cup Updates: নিয়ম ভেঙেছেন গোলকিপার! ফের হবে ফ্রান্স-সুইৎজ়ারল্যান্ড ম্যাচ?
ইউরো কাপের সবচেয়ে বড় অঘটনটা ঘটেছিল এই ম্যাচেই। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল সুইৎজ়ারল্যান্ড। ৩-১ পিছিয়ে পড়েও নির্ধারিত সময়ে ম্যাচ ৩-৩ করে দিয়েছিলেন সুইসরা।
প্যারিস: ইউরো কাপের সবচেয়ে বড় অঘটনটা ঘটেছিল এই ম্যাচেই। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল সুইৎজ়ারল্যান্ড। ৩-১ পিছিয়ে পড়েও নির্ধারিত সময়ে ম্যাচ ৩-৩ করে দিয়েছিলেন সুইসরা। তারপর টাইব্রেকারে ফ্রান্সের সেরা তারকা কিলিয়ান এমবাপের শট আটকে দিয়ে সুইৎজ়ারল্যান্ডকে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন গোলরক্ষক ইয়ান সোমের।
ফ্রান্স বনাম সুইৎজ়ারল্যান্ডের সেই প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচের কি রিপ্লে হবে? সকলকে হতবাক করে দিয়ে এরকমই দাবি করেছেন ফ্রান্সের ফুটবলপ্রেমীরা। আর শুধু দাবি করেই তাঁরা থেমে নেই, রীতিমতো সই সংগ্রহ করার অভিযানে নেমেছেন। ইউরোপের ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফাকে তাঁরা এই আবেদনপত্র জমা দিয়েছেন। সেখানে এখনও পর্যন্ত প্রায় আড়াই লক্ষ মানুষ সই করেছেন।
কিন্তু কেন এরকম দাবি করছেন ফরাসি ফুটবলপ্রেমীরা? তাঁরা যুক্তি দেখিয়েছেন যে, সেই ম্যাচে নিয়ম ভেঙেছিলেন সুইস গোলরক্ষক ইয়ান সোমের। আবেদনপত্রে বলা হয়েছে যে, পেনাল্টি শ্যুট আউটের সময় গোলকিপারদের গোললাইনের ওপর অন্তত একটা পা রাখতেই হয়। কিন্তু ফরাসি ফুটবলপ্রেমীদের অভিযোগ, ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারের সময় সেই নিয়ম মানেননি সোমের। এমবাপের শট আটকানোর সময় তাঁর কোনও পা-ই গোললািনের ওপরে ছিল না।
যদিও এরকম বেনজির আবেদনে উয়েফা খুব একটা আমল দিয়েছে বলে খবর নেই। বরং নির্ধারিত সূচি মেনেই শুক্রবার স্পেন বনাম সুইৎজ়ারল্যান্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।
ইউরো কাপে ফেভারিট হিসাবে শুরু করেছিল। কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের দৌড় থেমে গিয়েছে প্রি কোয়ার্টার ফাইনালেই। অভাবনীয়ভাবে। শেষ আটের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে দিয়ে চলতি টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে সুইৎজ়ারল্যান্ড।
এবং সেই হারের পর অভিনব অশান্তি শুরু হয়ে গিয়েছে ফরাসি শিবিরে। ঝগড়ায় জড়িয়েছেন ফুটবলারদের মা-বাবারা! আদ্রিয়েঁ র্যাবয়ের মা কড়া কথা শুনিয়েছেন ফ্রান্স দলের সেরা তারকা তথা বিশ্বকাপ জয়ের নায়ক কিলিয়ান এমবাপের অভিভাবকদের!
৮০ মিনিট পর্যন্ত সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে ৩-১ এগিয়ে থাকার পরেও নির্ধারিত সময়ে দু'গোল হজম করে বসেছিল ফ্রান্স। তারপর টাইব্রেকারে কিলিয়ান এমবাপে গোল করতে না পারায় ইউরো থেকে বিদায় নিয়েছে দিদিয়ে দেশঁর দল।