Sachin Sourav Mother's Day: তুমিই মেরুদণ্ড, সবচেয়ে দামি প্লেয়ার, সচিন-সৌরভের মাতৃবন্দনা মন জিতে নিল ভক্তদের
Mothers Day: গোটা বিশ্বজুড়ে চলছে মাতৃবন্দনা। রবিবারের এই বিশেষ দিনটি উদযাপিত হচ্ছে মাকে কেন্দ্র করে।
কলকাতা: একটা সময় সীমিত ওভারের ক্রিকেটে তাঁরা দেশের হয়ে ইনিংস ওপেন করতেন। এবং তাঁদের জুটি ক্রিকেটবিশ্বের কুর্নিশ অর্জন করে নিয়েছিল। সেই সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) অনুরাগীদের মন জিতে নিলেন মাতৃদিবসে (Mothers Day) পোস্ট করে।
রবিবার, ১২ মে আন্তর্জাতিক মাতৃদিবস। গোটা বিশ্বজুড়ে চলছে মাতৃবন্দনা। রবিবারের এই বিশেষ দিনটি উদযাপিত হচ্ছে মাকে কেন্দ্র করে। মা ও সন্তানের সম্পর্ককে উদযাপন করার আলাদা সুযোগ এই দিন। ফলে এমন দিনে মায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন ক্রিকেট বিশ্বের দুই নক্ষত্র - সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ছবি মুহূর্তে ভাইরাল।
সচিন মাতৃদিবসে তাঁর মায়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করে লিখেছেন, 'বাড়ি সংসার হয়ে ওঠে মায়েদের জন্যই। যেখানে সবরকম সুখস্মৃতি জড়িয়ে থাকে। আমার মা-ও সেটা করেছে। মা, তোমাকে ধন্যবাদ। মা, তুমিই আমার স্তম্ভ, মেরুদণ্ড। মাতৃদিবসের শুভেচ্ছা।'
Mothers turn houses into homes and hard times into comforting hugs. My Aai has done that and so much more. Thank you, Aai, for being my rock. Happy Mother's Day!#MothersDay pic.twitter.com/dE3w3TMnKh
— Sachin Tendulkar (@sachin_rt) May 12, 2024
মাকে নিয়ে সচিন বরাবরই ভীষণ আবেগপ্রবণ। যিনি একবার জানিয়েছিলেন, মন ভোলানো স্যাচিন... স্যাচিন চিৎকারের পিছনেও তাঁর মা। বিকেলে আবাসনের সামনে খেলতে খেলতে সূর্যাস্ত হয়ে সন্ধ্যা নামলেই নাকি তাঁর মা স্যাচিন... স্যাচিন... বলে চিৎকার করে ডাকতেন। সেই থেকেই সম্ভবত অনুরাগীদের স্যাচিন... স্যাচিন... গর্জনের শুরু। কেরিয়ারের শেষ টেস্টে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মা যাতে এসে খেলা দেখতে পারেন, তার জন্য বিশেষ সিঁড়ি নির্মাণ করিয়েছিলেন সচিন। যাতে তাঁর মায়ের হুইলচেয়ারে বসে সিঁড়ি দিয়ে উঠতে সমস্যা না হয়। মাকে নিয়ে এখনও ভীষণই আবেগপ্রবণ মাস্টার ব্লাস্টার।
সৌরভ মায়ের সঙ্গে পুরনো ছবি পোস্ট করে লিখেছেন, 'আমার কিটব্যাগ গুছিয়ে দেওয়া থেকে শুরু করে ভালবাসা ও সমর্থন দিয়ে আমার হৃদয় আগলে রাখা, তুমি সব কিছু করেছো। মা। সবচেয়ে মূল্যবান প্লেয়ার তুমিই। মাতৃদিবসের শুভেচ্ছা।'
আরও পড়ুন: সারারাত না খেয়ে ছিলেন কেকেআর ক্রিকেটারেরা! চাঞ্চল্যকর স্বীকারোক্তি নাইট তারকার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।