এক্সপ্লোর
আইপিএল-এ পুণের অধিনায়কের পদ থেকে অপসারিত ধোনি

পুণে: ভারতীয় দলের পর এবার আইপিএলেও অধিনায়কের পদে দেখা যাবে না মহেন্দ্র সিংহ ধোনিকে। গত মরসুমে আইপিএল-এ রাইজিং পুণে সুপারজায়ান্টসের অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এবার আইপিএল-এর নিলামের ২৪ ঘন্টা আগেই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল ধোনিকে। তাঁর জায়গায় পুণে দলের নতুন অধিনায়কের দায়িত্ব পেতে চলেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। ধোনিকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে পুণের দলটির মালিক সঞ্জীব গোয়েঙ্কা স্পষ্ট বলেছেন, 'ধোনি পদত্যাগ করেননি। তাঁকে আমরা অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছি। গত বছর আমাদের পারফরম্যান্স মোটেই ভাল হয়নি। সেই কারণে আমরা এই মরসুমে নতুন কাউকে অধিনায়ক করতে চাইছিলাম। সেই কারণেই স্টিভ স্মিথকে অধিনায়ক করা হয়েছে।' অধিনায়ক না থাকলেও, দশম আইপিএল-এ ধোনি পুণের হয়েই খেলবেন বলে জানিয়েছেন গোয়েঙ্কা। তাঁর বক্তব্য, ধোনির প্রতি শ্রদ্ধা আছে। তাঁদের আশা, দলের স্বার্থে এই সিদ্ধান্ত মেনে নেবেন ধোনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















