এক্সপ্লোর
Advertisement
ধোনি-বিরাটের কাছ থেকে সৌরভের মতো সাহায্য পাইনি, বিস্ফোরক যুবরাজ
করোনা ভাইরাস প্রসঙ্গে যুবরাজ বলেছেন, সারা বিশ্বে এত মানুষের মৃত্যু হৃদয়বিদারক।
নয়াদিল্লি: সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারতীয় দলের অন্যতম ভরসা ছিলেন একঝাঁক তরুণ ক্রিকেটার। তাঁদের অন্যমত ছিলেন যুবরাজ সিংহ। এই বাঁ হাতি অলরাউন্ডারকে সবরকমভাবে সাহায্য করেছিলেন বাংলার মহারাজ। সে কথা এখনও মনে রেখেছেন যুবরাজ। তিনি জানিয়েছেন, সৌরভের কাছ থেকে যে সাহায্য পেয়েছিলেন, সেটা পরবর্তীকালে দুই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলির কাছ থেকে পাননি।
গত বছরের জুনে অবসর ঘোষণা করেন যুবরাজ। তিনি জানান, ভারতীয় দলে ফিরতে চেয়েছিলেন। কিন্তু তাঁর প্রতি যে আচরণ করা হয়, তাতে আঘাত পান। এবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি সৌরভের নেতৃত্বে খেলেছি এবং তাঁর কাছ থেকে প্রচুর সাহায্য পেয়েছি। তারপর মাহি অধিনায়ক হল। সৌরভ ও মাহির মধ্যে যে কোনও একজনকে বেছে নেওয়া কঠিন। তবে সৌরভের সঙ্গে আমার অনেক স্মৃতি আছে। কারণ, তিনি আমাকে সবসময় সমর্থন করেছেন। মাহি ও বিরাটের কাছ থেকে সেই সমর্থন পাইনি।’
করোনা ভাইরাস প্রসঙ্গে যুবরাজ বলেছেন, ‘সারা বিশ্বে এত মানুষের মৃত্যু হৃদয়বিদারক। সংক্রমণ অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে কারও আতঙ্কিত হওয়া উচিত নয়। চিকিৎসার বিষয়ে খবর নেওয়া উচিত।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement