এক্সপ্লোর
Advertisement
রাহুলের প্রশংসা, ধোনির মস্তিষ্ক কম্পিউটারের চেয়ে দ্রুত চলে, বললেন শোয়েব আখতার
ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেছেন, ধোনি কম্পিউটারের থেকেও দ্রুত। কোনও উইকেটে খেলার পর কম্পিউটার যা বলতে পারে, ধোনি তার থেকে দ্রুত তা করতে পারে।
লন্ডন: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। তিনি বলেছেন, ক্রিকেট সংক্রান্ত বিষয়ে ধোনির মস্তিষ্ক কম্পিউটারের থেকেও দ্রুত চলে।
ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেছেন, ধোনি কম্পিউটারের থেকেও দ্রুত। কোনও উইকেটে খেলার পর কম্পিউটার যা বলতে পারে, ধোনি তার থেকে দ্রুত তা করতে পারে।
বিশ্বকাপে গত বুধবার দক্ষিণ আফ্রিকাকে ছয় উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। রান তাড়া করতে নেমে রোহিত শর্মার সঙ্গে গুরুত্বপূর্ণ সময়ে পার্টনারশিপ গড়ে তোলেন ধোনি। ৩৪ রান করেন তিনি। এর আগে উইকেটকিপিংয়েও দক্ষতার পরিচয় দেন।
ওই ম্যাচে চার নম্বরে ব্যাটিং করেন কেএল রাহুল। রওয়ালপিন্ডি এক্সপ্রেস রাহুলের প্রশংসা করেছেন। শোয়েব আখতার বলেছেন, ক্রিকেটার হিসেবে রাহুলকে আমি খুবই পছন্দ করি। আমার মনে হয়, ও কোহলির স্থান নিতে পারে এবং ভবিষ্যতে দুরন্ত ব্যাটসম্যান হয়ে উঠতে পারে। যখন ওর সঙ্গে দেখা হয়েছিল তখন ওকে বলেছিলাম, যখন খেলবে না তখন নিজের রাগ অনুশীলনের মাধ্যমে মেটাও। মনঃসংযোগ খোয়ানো যাবে না। আমার মনে হয়, তুমি ভবিষ্যতে বড় খেলোয়াড় হতে পারবে।
রাহুল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৬ রান করেছিলেন। অঙ্কের বিচারে নয়, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাঁর এই ইনিংস যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ, তিনি যখন ব্যাট করতে নামেন, তখন দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। এই সময় একটা ভালো পার্টনারশিপের প্রয়োজন ছিল। রাহুল রোহিতের সঙ্গে পার্টনারশিপ গড়ে তুলেছিলেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement