এক্সপ্লোর
আমার ছেলে বড় হয়ে ভাববে, সে একদিন ধোনির কোলে চেপেছিল, বললেন সরফরাজ

করাচি: চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ফাইনালের ঠিক আগে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির কোলে পাক অধিনায়ক সরফরাজ আহমেদের চার মাসের সন্তানের ছবি ভাইরাব হয়ে গিয়েছিল। ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। কিন্তু খেলোয়াড়োচিত মনোভাব, দুই দেশের ক্রিকেটারদের একে অপরের প্রতি শ্রদ্ধাবোধের অভাব নেই। ফাইনালের আগেই হোক বা পরে। খেলার পর ভারতের অধিনায়ক বিরাট কোহলি পাকিস্তান দলের প্রশংসা করেন। অন্যদিকে, সারা টুর্নামেন্টে দারুন খেলার জন্য ভারতীয় দলকে কুর্ণিশ জানাতে কসুর করেননি পাক ব্যাটসম্যান আজহার আলি। এবার পাক দলের অধিনায়ক ধোনির কোলে তাঁর ছেলের ছবির প্রসঙ্গে মুখ খুললেন। ধোনিকে ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় আখ্যা দিলেন সরফরাজ। একটি টেলিভিশন অনুষ্ঠানে এ প্রসঙ্গে সরফরাজ বললেন, হোটেলের লবিতে পরিবারের সঙ্গে বসেছিলাম। ওই হোটেলে ছিলেন ভারতীয় ক্রিকেটাররাও। ধোনিকে দেখে ওর দিকে এগিয়ে গেলাম এবং ছেলে আবদুল্লাকে কোলে নিয়ে একটা ছবি তোলার অনুরোধ করলাম। আবদুল্লা বড় হলে অন্যতম সেরা ক্রিকেটারের কোলে চড়ার এই স্মৃতি কখনও ভুলতে পারবে না।
This is real India versus Pakistan friends! I am sure our Media will never cover this! MUST WATCH! ❤ pic.twitter.com/REiGJ0QZXP
— BitterSweetSymphony (@PluviophilePoet) June 27, 2017
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















