এক্সপ্লোর
নিজে কখনও বিসিসিআইকে বলেননি, ধোনির জন্য কোনও ফেয়ারওয়েল ম্যাচ নয়, জানালেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল
ধোনিকে যোগ্য সম্মান জানাতে তাঁর জন্য রাঁচিতে ফেয়ারওয়েল ম্যাচ করার দাবি তুলেছেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সহ অনেকে। ধোনি একা নন, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সহবাগের মতো গ্রেটদের জন্য়ও ক্রিকেট ছাড়ার পর কোনও ফেয়ারওয়েল ম্যাচ হয়নি। কিন্তু ধোনির ক্ষেত্রে কি ব্যতিক্রম হতে পারে না?
নয়াদিল্লি: ১৫ আগস্টের সন্ধ্যায় একেবারে অগণিত ক্রিকেটপ্রেমীকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মহেন্দ্র সিংহ ধোনি। টেস্ট ক্রিকেট থেকে সরে গিয়েছিলেন আগেই। টি-২০, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেও চিরতরে ছুটি নিলেন মাহি। এবার শুধু খেলবেন আইপিএলে। ২০২১-এর টি-২০ বিশ্বকাপ ক্রিকেট খেলে হয়তো তিনি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করবেন, যাঁরা এমনটা ভেবেছিলেন, তাঁদের ভুল প্রমাণ করলেন। মনে মনে কী ঠিক করে রেখেছিলেন, কেউই তা বিন্দুমাত্র আঁচ করতে পারেননি। একেবারে নিজের কায়দাতেই সিদ্ধান্তটা জানিয়ে দিলেন। আর তাঁকে দেশের হয়ে নীল জার্সিতে দেখা যাবে না। ধোনিকে যোগ্য সম্মান জানাতে তাঁর জন্য রাঁচিতে ফেয়ারওয়েল ম্যাচ করার দাবি তুলেছেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সহ অনেকে। ধোনি একা নন, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সহবাগের মতো গ্রেটদের জন্য়ও ক্রিকেট ছাড়ার পর কোনও ফেয়ারওয়েল ম্যাচ হয়নি। কিন্তু ধোনির ক্ষেত্রে কি ব্যতিক্রম হতে পারে না?
Dhoni never expressed any will to BCCI for a farewell match for him. Since he never raised it, there's no question of any such match: Former IPL Chairman Rajiv Shukla on Jharkhand CM suggesting a farewell match for M S Dhoni, who announced retirement from international cricket pic.twitter.com/IVoXqgUWBM
— ANI (@ANI) August 16, 2020
এহেন প্রশ্ন, জল্পনার মধ্যেই প্রাক্তন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল জানিয়ে দিলেন, ধোনি নিজে থেকে যেহেতু কোনওদিন চাননি, তাই তাঁর জন্য় ফেয়ারওয়েল ম্যাচের আয়োজনের প্রশ্নই ওঠে না। মিডিয়ার সামনে তিনি বলেছেন, বিসিসিআইকে কখনও ধোনি নিজের জন্য় ফেয়ারওয়েল ম্যাচ করার বাসনা প্রকাশ করেননি। তিনি নিজে থেকে যেহেতু প্রসঙ্গটি তোলেননি, তাই এমন কোনও ম্যাচের প্রশ্ন নেই।
ক্রিকেট মাঠের বাইরে জনসমক্ষে ধোনিকে বলতে গেলে দেখা যায় না কখনও। ২২ গজে যেমন খেলার মধ্যেই পুরোপুরি ডুবে থাকেন, তেমনই খেলার বাইরেও নিজেকে ঘরের চার দেওয়ালে পরিবারের গন্ডীর ভিতরেই আটকে রাখেন। ভারত গত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর থেকেও নিজের জগতেই নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি। কখনও সখনও ইনস্টাগ্রামে লাইভে বা মেয়ে জিভার সঙ্গে খেলতে দেখা যায় তাঁকে। ভক্ত-অনুরাগীদের মনে তাঁর কেরিয়ারের ভবিষ্যত্ কী হতে চলেছে, তা নিয়ে কৌতূহল থাকলেও তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। অবশেষে গতকাল যাবতীয় জল্পনার অবসান ঘটালেন নিজেই। এবার কি ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আইপিএলে পুরানো ধোনিকে আবার স্বমহিমায় দেখা যাবে?
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement