এক্সপ্লোর
গলি ক্রিকেটের মতোই মাঠে রবীন্দ্র জাদেজাকে 'ভয়' দেখালেন ধোনি

নয়াদিল্লি ও পুনে : অম্বাতি রায়ডুর শতরানের ইনিংসে ভর করে চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলের প্লে অফে দ্বিতীয় দল হিসেবে পৌঁছে গিয়েছে। চেন্নাই টিম ফুরফুরে মেজাজে। আসলে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি মাঠে ও মাঠের বাইরে এতটাই শান্ত পরিবেশ বজায় রাখেন যা দলের ইতিবাচক মানসিকতা ধরে রাখতে সাহায্য করে। সহ খেলোয়াড়দের সব সময় উজ্জীবিত রাখেন মাহি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চেন্নাইয়ের ম্যাচের সময় একটা মজাদার ঘটনা চোখে পড়ল। একেবারে নিস্তরঙ্গ ম্যাচে নিজের দুষ্টুমিতে উত্সাহ নিয়ে এলেন ধোনি। হায়দরাবাদের ইনিংসের সপ্তম ওভারে ঘটনাটি ঘটে। ওভারের শেষ বলে শিখর ধবন লেগ সাইডে ফ্লিক করে রান নিতে দৌড়ন। সেখানে কোনও ফিল্ডার না থাকায় ধোনি নিজেই ফিল্ডিং করতে যান। অন্যদিকে বাউন্ডারি থেকে ছুটে আসেন রবীন্দ্র জাদেজা। কিন্তু জাদেজা আসার আগেই বল তুলে নেন ধোনি। ততক্ষণে অবশ্য ব্যাটসম্যানরা রান নিয়ে নিয়েছেন। ধোনি এরপর বল স্ট্যাম্পের দিকে ছুঁড়ে দেওয়ার পরিবর্তে জাদেজার গায়ে মারার ভান করেন। ধোনির এই ভঙ্গিতে ভয় পেয়ে যান জাদেজা। এই ঘটনা দেখে মাঠের দর্শকরা দারুণ মজা পান। এরপর জাদেজা ও ধোনি-দুজনেই হেসে ফেলেন। দেখুন সেই ভিডিও-
#IPL2018 @msdhoni ने @imjadeja को डराया.@IPL https://t.co/qUHqnrzCIj
— Vipin Kirad (@VipinKirad) May 14, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















