এক্সপ্লোর
Advertisement
ধোনিকে নিয়ে গান বেঁধেছেন, জন্মদিনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন, সোশ্যাল মিডিয়ায় জানালেন ব্র্যাভো
এ বছরের এপ্রিলেই ব্র্যাভো জানিয়েছিলেন, তিনি ‘মাহি সং’ প্রকাশ করতে চলেছেন। গানটি তিনি নিজেই লিখেছেন এবং সুর দিয়েছেন। তবে তখনও গানটি সম্পূর্ণ হয়নি। এবার তিনি জানিয়েছেন, গানটি নিয়ে তাঁর কাজ অনেকটা এগিয়ে গিয়েছে।
চেন্নাই: আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে গান বাঁধলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। তিনি সোশ্যাল মিডিয়ায় ওই গানের একঝলক আপলোড করেছেন। ৭ জুলাই ধোনির জন্মদিনে সম্পূর্ণ গানটি প্রকাশ করবেন বলেও জানিয়েছেন ব্র্যাভো। তিনি আরও জানিয়েছেন, ধোনির বিখ্যাত হেলিকপ্টার শটের ধাঁচে হেলিকপ্টার নাচও দেখাতে পারেন।
এ বছরের এপ্রিলেই ব্র্যাভো জানিয়েছিলেন, তিনি ‘মাহি সং’ প্রকাশ করতে চলেছেন। গানটি তিনি নিজেই লিখেছেন এবং সুর দিয়েছেন। তবে তখনও গানটি সম্পূর্ণ হয়নি। এবার তিনি জানিয়েছেন, গানটি নিয়ে তাঁর কাজ অনেকটা এগিয়ে গিয়েছে।
এর আগে একটি চ্যাট শোয়ে হর্ষ ভোগলেকে ব্র্যাভো জানিয়েছিলেন, ‘মাহি সং এখনও সম্পূর্ণ হয়নি। সুর নিয়ে আমি এখনও কাজ করতে চাই। গানের কথাও কিছুটা বাড়াতে চাই। আমি ভাবছিলাম, কেউ একজন অ্যাথলিটকে গান উৎসর্গ করেনি। আমার মাথায় বিষয়টি এসেছে। মাহির জন্য আমি কিছু করতে চাই। ওর কেরিয়ার শেষের দিকে। ওর কেরিয়ার দুর্দান্ত। আমার কেরিয়ারে ওর দারুণ প্রভাব ছিল। আরও অনেক ক্রিকেটারের কেরিয়ারেই ওর প্রভাব ছিল। রোহিত শর্মা, হার্দিক (পাণ্ড্য), এমনকী বিরাটের (কোহলি) সাক্ষাৎকার শুনলে বোঝা যায়, ওরা সবাই কেরিয়ারে মাহির অবদানের কথা বলে। ও অনেক ক্রিকেটারকে সুযোগ দিয়েছে। ও দেশকে খেতাবও জিতিয়েছে। আমি ওর জন্য কিছু করতে চাইছিলাম। আমি গানটির নাম দিয়েছি ৭ নম্বর। ওটা মাহির নম্বর। এটা ওর জন্য বিশেষ নম্বর।’
২০১১ সালে চেন্নাই সুপার কিংসে যোগ দেন ব্র্যাভো। এরপর থেকেই তিনি এই দলের হয়ে খেলছেন। ব্যাটিং-বোলিংয়ে তাঁর পারফরম্যান্স অনবদ্য।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement