এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
যখন ইয়র্কার দিতে বারণ করেছিলেন ধোনি, অভিষেক ম্যাচের ঘটনা জানালেন বুমরা
২০১৬ সালে নিজের ডেবিউ ম্যাচের সময়কার এই ঘটনার কথা জানিয়েছেন ভারতীয় দলের পেস বোলিং বিভাগের অন্যতম সেরা অস্ত্র। টেস্ট, একদিনের ম্যাচ, টি-২০-এই তিন ধরনের ক্রিকেটেই নিজের ইয়র্কারের জন্য আলাদাভাবে সমাদর পেয়েছেন বুমরা।
নয়াদিল্লি: সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচ খেলেছিলেন যশপ্রীত বুমরা। বুমরা জানাচ্ছেন, যেহেতু মহেন্দ্র সিং ধোনি তাঁকে এর আগে বোলিং করতে দেখেননি তাই তিনি তাঁকে ইয়র্কার দিতে বারণ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন বুমরা।
২০১৬ সালে নিজের ডেবিউ ম্যাচের সময়কার এই ঘটনার কথা জানিয়েছেন ভারতীয় দলের পেস বোলিং বিভাগের অন্যতম সেরা অস্ত্র। টেস্ট, একদিনের ম্যাচ, টি-২০-এই তিন ধরনের ক্রিকেটেই নিজের ইয়র্কারের জন্য আলাদাভাবে সমাদর পেয়েছেন বুমরা। তাঁর বিষাক্ত ইয়র্কার সামলাতে বেসামাল হতে হয় বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদেরও। তাঁর বোলিংয়ের অন্যতম সেরা অস্ত্র এই ইয়র্কার। তিনি যে এই অস্ত্র এত নিখুঁতভাবে প্রয়োগ করতে পারেন, তা জানা ছিল না ধোনির।
বুমরা বলছেন, ধোনির অধিনায়কত্বেই আমার অভিষেক হয়েছিল ২০১৬ সালে সিডনিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। অনেকেই জানতেন না যে মাহি ভাই আমাকে কখনোই তার আগে বল করতে দেখেননি। ডেথ ওভারে বল করতে যাওয়ার আগে আমি ওকে জিজ্ঞাসা করি, ‘আমি কি ইয়র্কার দিতে পারি?’ ও বলে, ‘না না ইয়র্কার কোরো না।‘ যেহেতু ইয়র্কার করানো বেশ শক্ত কাজ, তাই ওর হয়তো মনে হয়েছিল এ রকম একটা নতুন ছেলে হয়তো সেটা পারবে না।
কিন্তু বোলিং লাইনআপে গিয়ে নিজের সেরা অস্ত্রই প্রয়োগ করার কথা ভাবেন বুমরা। তাতে কাজও হয়। ৪৯ তম ওভারে দেন মাত্র তিন রান। পুরো ম্যাচে নিজের দশ ওভারের কোটায় ৪০ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন বুমরা।
বুমরা বলেছেন, ম্যাচের শেষে ধোনি প্রশংসা করে বলেন, আরে তুমি আগে টিমে এলে তো আমরা সিরিজটাই জিতে যেতাম। এতে দারুন উৎসাহ পান বুমরা। ৩৩০ রান করেও সেই ম্যাচটি অবশ্য অস্ট্রেলিয়া জিততে পারেনি শিখর ধাওয়ান, রোহিত শর্মা এবং মণীশ পান্ডের দুরন্ত ব্যাটিংয়ের জন্য। ধোনির অবসর সম্পর্কে বুমরার বক্তব্য, ওটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত।
অভিষেক ম্যাচে একটু নার্ভাস থাকলেও ধোনি ক্রমাগত উৎসাহ যুগিয়েছিলেন বলে জানিয়েছেন বুমরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement